ডিব্রুগড়: আগামী বছর অসমে বিধানসভা ভোট। তার আগেই সে রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন রাজ্য বিজেপির অন্যতম প্রথমসারির নেতা রাজেন গোহাইন। বৃহস্পতিবার তাঁর সঙ্গেই আরও ১৭ জন গেরুয়া দল থেকে ইস্তফা দিয়েছেন। গোহাইন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চার বারের সাংসদ। ফলে তাঁর দলত্যাগ বিজেপিকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
গোহাইন দাবি করেছে, অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। কারণ রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার কাছে চিঠি পাঠিয়ে গোহাইন জানিয়েছেন, দলের সদস্যপদ এবং তার সঙ্গে অন্যান্য যে দায়িত্ব তাঁর উপর ছিল, সবকিছু থেকে তিনি ইস্তফা দিচ্ছেন।
আরও পড়ুন: বিরাট ঘোষণা করে দিলেন অমিত শাহ! এসে গেল বড় পরিবর্তন! এবার থেকে আর…দেশজুড়ে প্রবল শোরগোল
অন্য ১৭ জন মূলত আপার ও সেন্ট্রাল অসমের বিজেপি নেতা। নগাঁও লোকসভা কেন্দ্রে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন গোহাইন। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের মন্ত্রী ছিলেন।
প্রাক্তন সাংসদ রাজেন গোহাইন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রাজেন গোহাইনের পদত্যাগ একটি বড়সড় ধাক্কা পদ্মশিবিরে বড়সড় ধাক্কা। গোহাইনের সঙ্গে পদত্যাগকারী ১৭ জন বিজেপি সদস্যও দিলীপ সাইকিয়ার কাছে তাদের চিঠি জমা দিয়েছেন। এরা সকলে দীর্ঘদিনের কর্মী।