TRENDING:

নাগরিকত্ব সংশোধনী আইন কী? কার্যকর হলেই বা কী হবে? CAA নিয়ে ময়দানে বিজেপি, রাজ্যে ৭০০ ক্যাম্প

Last Updated:

শুধুমাত্র এসআইআরের জন‍্য নয়, নাগরিকত্বের জন্য সিএএ-তে যাতে বাড়তি জোর দেওয়া হয়, সেই বিষয়েই সতর্ক করলেন বিএল সন্তোষ, অমিত মালব্যের মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলেও বাংলায় সেই প্রক্রিয়া সম্পর্কে এখনও সাধারণ মানুষের বিষয়টা পরিচিতি পায়নি। কেন আবেদন করবেন, কীভাবে করবেন, তা জানেন না অনেকেই। ভোটের আগে এবার সেই বিষয় নিয়েই তৎপর হল বিজেপি নেতৃত্ব। বুধবার বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বিশেষ বৈঠক তথা কর্মশালার আয়োজন করা হয়েছিল। শুধুমাত্র এসআইআরের জন‍্য নয়, নাগরিকত্বের জন্য সিএএ-তে যাতে বাড়তি জোর দেওয়া হয়, সেই বিষয়েই সতর্ক করলেন বিএল সন্তোষ, অমিত মালব্যের মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা।
রাজ্যে ৭০০ CAA ক্যাম্প ; CAA নিয়ে ময়দানে বিজেপি
রাজ্যে ৭০০ CAA ক্যাম্প ; CAA নিয়ে ময়দানে বিজেপি
advertisement

সূত্রের খবর, যত দ্রুত ও যত বেশি সম্ভব আবেদনপত্র যাতে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়, সে কথাই এদিন রাজ্য বিজেপি নেতৃত্বকে বলেছেন বিএল সন্তোষ। এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সিএএ নিয়ে বৈঠক। ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক সিএএ সহায়তা ক্যাম্প বা শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মতুয়া, উদ্বাস্তু মানুষদের ভিড় রয়েছে, এমন জেলাগুলির উপর আলাদা নজরদারির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বনগাঁ, নদিয়া। এই দুই জেলার বিধায়করাও এদিন উপস্থিত ছিলেন বৈঠকে। ওই সব বিধানসভার অধীনে থাকা প্রত‍্যেক মণ্ডলে তিনটি করে ক্যাম্প বা শিবির খুলতে হবে। ৩১ অক্টোবরের মধ‍্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্তদের। কারা কারা এই কাজে দায়িত্ব পেলেন, কারা দায়িত্ব পাবেন, তার তালিকা দিতে হবে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “দেশভাগের সময় বা তার পরে যে পাপ করেছে কংগ্রেস, সেই পাপমুক্তি বা প্রায়শ্চিত্ত করছে বিজেপি। আমরা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের পক্ষে। এটা আমাদের ঘোষিত অবস্থান। তার জন্য আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব। বিজেপি যতক্ষণ আছে, ততক্ষণ একজন উদ্বাস্তু হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রক্তের নয়, ভালবাসার বন্ধন! মেদিনীপুরের অনাথ আশ্রমে ব্যতিক্রমী ভাইফোঁটার আয়োজন
আরও দেখুন

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বিজেপির এই সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, “এসআইআর কার্যকর হলে সবথেকে বেশি নাম বাদ যাবে মতুয়াদের। তারাই বিজেপির ভোটব্যাঙ্ক। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরই এবার চিন্তা করার পালা।” তবে আগামী নির্বাচনে বিজেপি এস আই আর বা CAA ইস্যু নিয়ে কতখানি রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে সেটা দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নাগরিকত্ব সংশোধনী আইন কী? কার্যকর হলেই বা কী হবে? CAA নিয়ে ময়দানে বিজেপি, রাজ্যে ৭০০ ক্যাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল