বিজেপির হয়ে এগিয়ে রয়েছেন ২২ নম্বর ওয়ার্ড থেকে মীনা দেবী পুরোহিত ও ৫০ নম্বর ওয়ার্ড থেকে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। বস্তুত এই দুই প্রার্থীকে নিয়ে জয়ের আশা ছিল গেরুয়া শিবিরের। সেই দিকেই এগোচ্ছে ফলাফল। তবে, বাকি আসনে পিছিয়ে রয়েছে তাঁরা।
আরও পড়ুন: সকাল-সকালই চমক ফিরহাদ হাকিমের, বাড়ি থেকে বেরিয়েই 'গন্তব্য' বুঝিয়ে দিল অনেককিছু...
advertisement
এদিকে, এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? ফিরহাদের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
আরও পড়ুন: কলকাতার ভোট সেরে ফেরার পরই সব শেষ, অকালে চলে গেলেন কর্মদক্ষ বিডিও
এদিকে, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী। বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মালা রায়ও। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। তিনি ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ২০১৫ সালেও ওই আসন থেকে জিতেছিলেন মীনা দেবী পুরোহিত। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার পুরভোটে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্য়েই ওই ওয়ার্ডে এগিয়ে রয়েছেন এই তৃণমূলপ্রার্থী।