টি বোর্ড, ব্রের্বোন রোডের পর এবার ফিয়ার্স লেনে উত্তেজনা ৷ বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল ফিয়ার্স লেন চত্বরেও। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে এদিন কলেজ স্কোয়ার থেকে মিছিল পৌঁছয় পিয়ার্স লেনে। সেখানে পুলিশের ব্যারিকেডে বাধা পেতেই শুরু হয় বিক্ষোভ। মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাথর ও পচা ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এরপর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। চলে লাঠি। আটক করা হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে। মহিলাকর্মীদেরও আটক করা হয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠান পর সেখানে নতুন করে উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা। এবার জনতাকে ছত্রভঙ্গ করতে নামে র্যাফ। সেখানে বাধা পেয়ে পিছু হঠতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে লাগোয়া বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকা। আটক কৈলাস বিজয়বর্গী ৷ তাঁকে নিয়ে যাওয়া হল লালবাজারে ৷
advertisement
বিজয়বর্গী ছাড়াও ধৃত বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীও ৷ টি বোর্ডের সামনে থেকে আটক করা হল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশকে ৷ পরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও রাহুল সিনহাকেও আটক করে পুলিশ ৷
আচমকা লালবাজারে হাজির বিজেপি, আটক বেশ কয়েকজন নেতা-কর্মী
ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির সমর্থকেরা ৷মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট ছোড়ার অভিযোগ ৷ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷