মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ফুরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। উপনির্বাচনের দাবিতে বারবার নির্বাচন কমিশনের কাছে দরবার করছে তৃণমূল। কিন্তু বিজেপির বক্তব্য এখনই বাংলায় উপনির্বাচন সম্ভব নয়। তার জন্য ৮টি কারণের কথা উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছে বঙ্গ নেতারা।
advertisement
যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপি আর হারের মুখ দেখতে চাইছে না বাংলায়। তাই এভাবে উপনির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে তাঁরা। নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী, নির্বাচনের ৬ মাসের মধ্যেই উপনির্বাচন করে ফেলতে হয়। সেই অনুযায়ী, উপনির্বাচন হওয়া উচিত নভেম্বর মাসের মধ্যে।
যদিও উপনির্বাচনের বিষয়ে বিভিন্ন দলের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনে রাজ্য নেতৃত্বের পাঠানো আটটি কারণ তুলে ধরবেন। তাতে যেমন রয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি এখনও চলছে, তেমনই রয়েছে রাজ্য সরকার ১২২টি পুরসভার নির্বাচন আটকে থাকার প্রসঙ্গও। এই পরিস্থিতিতে তথাগত রায়ের ট্যুইট নতুন করে জল্পনা বাড়াল।