এদিন ট্যুইটারে একাধিক নথি-সহ একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে সরকারি নির্দেশের নথি ও কোন কোন জেলায় অস্থায়ী হিসাবে হোমগার্ড নিয়োগ করা হয়েছে সেই তালিকা তুলে ধরেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, "পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল ক্যাডারদের প্রতিদিন ৫৬৫ টাকার বিনিময়ে হোমগার্ড পদে নিয়োগ করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।" কী ভাবে কোনও ঘোষণা না করে, সমস্ত নিয়োগ পদ্ধতিকে অগ্রাহ্য করে টাকার বিনিময়ে হোমগার্ড পদে চাকরি দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু।
advertisement
নিজের ট্যুইটে @homebengal-কে ট্যাগ করে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ইতিমধ্যেই যাঁদের হোমগার্ড হিসাবে নির্বাচন করা হয়েছে, তাঁরা কি নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিশদ তথ্য দিতে পারেন? এই বাছাই এবং নির্বাচনের ভিত্তি কী ছিল? কে তাঁদের বাছাই করল? নিয়োগের মানদণ্ডই বা কী ছিল? এসমস্তই চাকরিপ্রাপকদের কাছে জানতে চেয়েছেন বিজেপি নেতা।
বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মাত্র ৬ মাসের জন্য তড়িঘড়ি এভাবে বেআইনিভাবে নিয়োগের অর্থ কি তবে অন্য? তবে কি পঞ্চায়েতের আগে অন্য কোনও অভিসন্ধি করছে শাসকদল? হোমগার্ড নিয়োগ নিয়ে আদালতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু ।