TRENDING:

'পঞ্চায়েতের আগে হোমগার্ডের নামে ক্যাডার ঢোকাচ্ছে তৃণমূল', তোপ শুভেন্দুর

Last Updated:

শুভেন্দুর অভিযোগ, "পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল ক্যাডারদের প্রতিদিন ৫৬৫ টাকার বিনিময়ে হোমগার্ড পদে নিয়োগ করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কোনও রকম বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। অথচ, পঞ্চায়েত ভোটের আগে এক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement

এদিন ট্যুইটারে একাধিক নথি-সহ একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে সরকারি নির্দেশের নথি ও কোন কোন জেলায় অস্থায়ী হিসাবে হোমগার্ড নিয়োগ করা হয়েছে সেই তালিকা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: 'রেগুলার' মুখ্যমন্ত্রী নন..., অভিষেক না, শুভেন্দুর নিশানায় এবার মমতা! বর্ধমানের 'সেই' সভা থেকে যা বললেন...

শুভেন্দুর অভিযোগ, "পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল ক্যাডারদের প্রতিদিন ৫৬৫ টাকার বিনিময়ে হোমগার্ড পদে নিয়োগ করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।" কী ভাবে কোনও ঘোষণা না করে, সমস্ত নিয়োগ পদ্ধতিকে অগ্রাহ্য করে টাকার বিনিময়ে হোমগার্ড পদে চাকরি দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু।

advertisement

আরও পড়ুন: ১০/১২ ডিগ্রিতে থামছে না! ঠান্ডার ধামাকা ইনিংস এবার কলকাতায়! উবুড়-চুবুড় শীতে যা হতে চলেছে আগামী দু'দিনে...

নিজের ট্যুইটে @homebengal-কে ট্যাগ করে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ইতিমধ্যেই যাঁদের হোমগার্ড হিসাবে নির্বাচন করা হয়েছে, তাঁরা কি নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিশদ তথ্য দিতে পারেন? এই বাছাই এবং নির্বাচনের ভিত্তি কী ছিল? কে তাঁদের বাছাই করল? নিয়োগের মানদণ্ডই বা কী ছিল? এসমস্তই চাকরিপ্রাপকদের কাছে জানতে চেয়েছেন বিজেপি নেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মাত্র ৬ মাসের জন্য তড়িঘড়ি এভাবে বেআইনিভাবে নিয়োগের অর্থ কি তবে অন্য? তবে কি পঞ্চায়েতের আগে অন্য কোনও অভিসন্ধি করছে শাসকদল? হোমগার্ড নিয়োগ নিয়ে আদালতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'পঞ্চায়েতের আগে হোমগার্ডের নামে ক্যাডার ঢোকাচ্ছে তৃণমূল', তোপ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল