TRENDING:

'নতুন কৌশল নিচ্ছেন মমতা, মানুষ ছুড়ে ফেলবে ওই হোর্ডিং', ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

Last Updated:

কলকাতায় পোস্টার ঘিরে জোর রাজনৈতিক চর্চা। (Dilip Ghosh)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে নতুন তৃণমূলের। পোস্টারে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'তৃণমূল দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে। সেই দুর্নীতির হাত মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। নতুন পোস্টার লাগিয়ে, স্লোগান দিয়ে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের আসল চেহারা কী। ইঞ্চি সাইজ, ফুট সাইজের সমস্ত নেতাই আজ দুর্নীতিগ্রস্ত।' মন্তব্য বিজেপির সর্ভভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

দিলীপের আরও মন্তব্য, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একের পর এক দুর্নীতিগ্রস্তরা গ্রেফতার হতেই মুখ্যমন্ত্রী তৃণমূলকে বাঁচাতে নতুন কৌশল নিচ্ছেন। আমার মনে হয় না আর তৃণমূলের দিকে কেউ ঘুরে তাকাবে'। কলকাতা শহরের নানা প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে হোর্ডিং পড়েছে, যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে৷

আরও পড়ুন: দুর্নীতির তদন্ত চলছিল, আত্মঘাতী প্রাক্তন প্রধান শিক্ষকের 'পেনশন' প্রসঙ্গে মুখ খুললেন ব্রাত্য বসু

advertisement

পোস্টারে লেখা রয়েছে 'আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল', কোথাও আবার লেখা, 'চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হউন'। আবার কোথাও লেখা রয়েছে ‘ঠিক যেমন সাধারণ মানুষ চায়'। যদিও এই হোডিং কিম্বা পোস্টার প্রসঙ্গে জোড়া ফুল শিবির বলছে, 'এই ধরণের কোনও ক্যাম্পেনের বিষয়ে তাদের জানা নেই'৷ তাহলে প্রশ্ন উঠতে শুরু করছে যে, তাহলে কারা লাগালো এই ধরনের পোস্টার বা হোডিং? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার নজরে আসছে হাজরা, রাসবিহারী এলাকায়।

advertisement

আরও পড়ুন: জট কাটাতে পারব, প্রাথমিক চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গত, একাধিক জেলার সাথে সাংগঠনিক বৈঠকে সংগঠন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল স্বচ্ছ্ব ভাবমূর্তির ব্যক্তিদেরই গুরুত্ব দেওয়া হবে। ব্যক্তিস্বার্থ নয়, দলের স্বার্থ আগে। এর আগেই তৃণমূল কংগ্রেস পরিষ্কার করেছিল মানুষের কাছে উন্নয়ন মূলক কাজ নিয়েই পৌঁছে যেতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যা চাইছেন তাই করতে হবে। বিশেষ করে উন্নয়নমূলক যে সব কাজ প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে সেই কাজ আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করার বার্তাও ইতিমধ্যে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। তবে উল্লেখযোগ্য হল পোস্টার এও লেখা, 'ঠিক যেমন সাধারণ মানুষ চায়'। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'নতুন কৌশল নিচ্ছেন মমতা, মানুষ ছুড়ে ফেলবে ওই হোর্ডিং', ফের বিস্ফোরক দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল