বৃহস্পতিবার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন দলীয় নেতাকে দেখতে আসেন অগ্নিমিত্রা। বুধবার রাতে তাঁর ওপর যেভাবে শাসকদলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে তাতে আমরা মনে করছি পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের আবহ ফের রাজ্যে তৈরি করতে চাইছে তৃণমূল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, তৃণমূল যদি ভাবে সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করবে তবে বিজেপি সব ধরনের প্রতিরোধ করতে প্রস্তুত আছে।
advertisement
আরও পড়ুন - জিম্বাবোয়ের পাকিস্তান 'বধের' পর বাঁধনহারা উচ্ছ্বাস, ৭টি ছবিতে দেখুন আবেগ ভরা সেলিব্রেশনের মুহূর্ত
অগ্নিমিত্রার বিস্ফোরক অভিযোগ, পঞ্চায়েতের আগে রাজ্যজুড়ে অস্ত্র মজুত করছে শাসক দল। এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। পুলিশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন বিজেপিকে আটকাতে দলীয় সন্ত্রাসকে কাজে লাগাবেন তাহলে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি। আমরা চাই না কোনও অশান্তির বাতাবরণ তৈরি হোক। কিন্তু শাসক দল যদি ভাবে আগামী পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে বিজেপিকে রুখবে তাহলে বিজেপিও যে বদলা নিতে প্রস্তুত আছে তাও স্পষ্ট করেন অগ্নিমিত্রা।
আরও পড়ুন - সিডনির গ্যালারিতে রোম্যান্টিক মুহূর্ত, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের, ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দেবশ্রী চৌধুরী বলেছিলেন ‘‘পঞ্চায়েত নির্বাচনে এক ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়ব না। যে খেলা ২০১৯-এর লোকসভা ভোটে মানুষ দেখিয়েছে এবার সেই খেলাই পঞ্চায়েত স্তরের মানুষজন এবার দেখাবে।’’ তৃণমূলের সন্ত্রাস প্রসঙ্গে হুমকি এবং একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে দেবশ্রী চৌধুরী এও বলেছিলেন দাওয়াই-এর কথাও। কী দাওয়াই? ‘‘প্রত্যেকটা আলাদা আলাদা পঞ্চায়েতে আমরা আলাদা আলাদা ওষুধ প্রস্তুত করে রাখছি। হোমিওপ্যাথি ওষুধের পুরিয়া যেমন থাকে, সেই পুরিয়া আলাদা আলাদা এলাকার জন্য থাকবে। প্রত্যেক এলাকায় তৃণমূলের সন্ত্রাসের ধরন যেমন আলাদা, তেমনি ওষুধও আলাদা আলাদা ধরনের হবে। আমরা হাতে চুরি পরে বসে নেই। শান্তির বাণী দিয়ে আমরা পঞ্চায়েত ভোট লড়তে যাব না। এটুকু বলে দিচ্ছি'। দেবশ্রী চৌধুরীর পর এবার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের মোকাবিলা প্রসঙ্গে অগ্নিমিত্রা পালের গলাতেও কার্যত একই রকম হুঁশিয়ারির সুর শোনা গেল।
VENKATESWAR LAHIRI