TRENDING:

ভোররাতে আচমকা ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পল! এখন কেমন আছেন বিজেপি নেত্রী?

Last Updated:

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোকের কারণে ইএম বাইপাসের বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, ডক্টর অমিত হালদারের তত্ত্বাবধানে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

গতকাল ভোররাতে অসুস্থ হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছিল। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। স্নায়ুরোগ বিশেষজ্ঞ অমিত হালদারের তত্ত্বাবধানে ভর্তি হন তিনি। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাতে ঘুম ঠিক হয়েছে। সকালে এম আর আই, সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

advertisement

প্রসঙ্গত গত ২১ অগাস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। আসানসোল থেকে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। সে সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অগ্নিমিত্রাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আট দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়। ২৮ অগাস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপর আসানসোল দক্ষিণের বিধায়ক ফের কাজে নেমে পড়েন। বিধানসভার অধিবেশনে তিনি ভাষণও দেন।  স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করার পরে তিনি অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। শুক্রবার ভোর থেকে অসুস্থ বোধ করতে থাকেন। তবে আপাতত তিনি স্থিতিশীল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোররাতে আচমকা ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পল! এখন কেমন আছেন বিজেপি নেত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল