পঞ্চায়েতের আগে কৃষক দরদী ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে বঙ্গ বিজেপি। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুর পাশাপাশি রাজ্যে কৃষক বঞ্চনার অভিযোগ নিয়েও আন্দোলন করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুজোর পরেই কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম। কৃষক আন্দোলনে ভর করে এক সময় রাজ্যে পালাবদলের সিঁড়ি চড়ে তৃণমূল। এবার সেই তৃণমূলকে টেক্কা দিতে বিজেপিও অস্ত্র করতে চাইছে কৃষক আন্দোলনকেই। দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিন রবিবার প্রথম দফায় রাজ্য কমিটির পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এই বৈঠকে সুনীল বনসল-মঙ্গল পাণ্ডেরা বুঝিয়ে দেন, গ্রামে পদ্ম ফোটাতে কৃষক আন্দোলনকেই পাখির চোখ করতে হবে।
advertisement
আরও পড়ুন - Budhaditya Rajyog -ফোয়ারার মত আসবে টাকা,ধন! বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে হবে তোলপাড়
বছর গড়ালেই পঞ্চায়েত ভোট। বঙ্গ বিজেপি চায়, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তেইশের পঞ্চায়েত ভোটও হোক পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এ নিয়ে এখন থেকেই তৎপর হোক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমনটাই আর্জি জানিয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা বলে বিজেপি সূত্রের খবর।
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে জোড়া ফলা ভয় দেখাচ্ছে, আজকের ওয়েদার আপডেট এক ক্লিকে
দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিন তিন দফায় আলাদা আলাদা করে দীর্ঘ বৈঠক হয়। প্রথমে রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে পরবর্তীকালে দলীয় বিধায়কদের সঙ্গে এবং পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। পর্যায়ক্রমে যে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব।
VENKATESWAR LAHIRI