বিজেপি নেতারা দাবি করেন, রাজ্য নির্বাচন কমিশন যেন মানুষের ভোট দেওয়া নিশ্চিত করে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, ‘ব্য়ালট না ইভিএম এটি বড় কথা নয় । আমরা হেরে গেলে ইভিএম খারাপ, আর ব্যালট ভাল, এমন দাবি করি না’৷ একই সঙ্গে পুরভোট নিয়ে তৃণমূলের বৈঠক- আলোচনাকে কটাক্ষ করে মুকুল বলেন, ‘তৃণমূলের কৌশল একটাই, কীভাবে ভোট লুঠ করা যাবে তা নিয়ে আলোচনা করা’। যদিও, ভোটের মুখে রাজনৈতিক কারনেই বিজেপি এই দাবি তুলছে বলে মনে করে তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, ‘ আসলে, কলকাতা পুরভোটে বিজেপির কোন সম্ভাবনা নেই বুঝেই, ভোটের আগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি।এতে কাজের কাজ কিছু হবে না।’
advertisement
তবে, কলকাতা-সহ রাজ্যের আসন্ন পুরভোট নিয়ে তৃণমূল যখন ময়দানে, তখন দলের সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত বিজেপি। বিজেপির একাংশের মতে, সবাই বুঝছে, সংগঠন গুছিয়ে মাঠে নামতে দেরি হলে আখেরে ক্ষতি হবে গেরুয়াশিবিরেরই। আর, সেটা বুঝেও, কোনও হেলদোল না থাকায়, আদপে পুরভোটে লড়াইয়ের মনোভাব কতটা, তা নিয়ে সংশয়ে দলের নিচু তলার নেতা,কর্মীরা।
ARUP DUTTA