TRENDING:

ব্যালটে সায় বিজেপির, পুরভোটে কলকাতা-হাওড়ায় সীমানা পুনর্বিন্যাসের দাবি 

Last Updated:

ভোটে কোন সম্ভবনা দেখতে না পেয়ে জল ঘোলা করছে বিজেপিঅভিযোগ, তৃণমূলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুরভোট ব্যালটে হলে আপত্তি নেই বিজেপির। তবে কলকাতা-হাওড়ায় সীমানা পুনর্বিন্যাসের দাবি তুলেছে পদ্মশিবির। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে যান বিজেপি নেতারা । প্রতিনিধি দলে ছিলেন মুকুল রায়, সব্যসাচী দত্ত ও জয়প্রকাশ মজুমদার।বিজেপির মতে, সীমানা পুনর্বিন্যাস না হওয়ার কারণে এলাকা উন্নয়ন তহবিলের খরচ সমবন্টন হচ্ছে না। শুক্রবার নির্বাচন কমিশনে রাজ্যে শান্তিপূর্ণ ভোটের দাবি করেছে বিজেপি।
advertisement

বিজেপি নেতারা দাবি করেন, রাজ্য নির্বাচন কমিশন যেন মানুষের ভোট দেওয়া নিশ্চিত করে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, ‘ব্য়ালট না ইভিএম এটি বড় কথা নয় । আমরা হেরে গেলে ইভিএম খারাপ, আর ব্যালট ভাল, এমন দাবি করি না’৷ একই সঙ্গে পুরভোট নিয়ে তৃণমূলের বৈঠক- আলোচনাকে কটাক্ষ করে মুকুল বলেন, ‘তৃণমূলের কৌশল একটাই, কীভাবে ভোট লুঠ করা যাবে তা নিয়ে আলোচনা করা’। যদিও, ভোটের মুখে রাজনৈতিক কারনেই বিজেপি এই দাবি তুলছে বলে মনে করে তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, ‘ আসলে, কলকাতা পুরভোটে বিজেপির কোন সম্ভাবনা নেই বুঝেই, ভোটের আগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি।এতে কাজের কাজ কিছু হবে না।’

advertisement

তবে, কলকাতা-সহ রাজ্যের আসন্ন পুরভোট নিয়ে তৃণমূল যখন ময়দানে, তখন দলের সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত বিজেপি। বিজেপির একাংশের মতে, সবাই বুঝছে, সংগঠন গুছিয়ে মাঠে নামতে দেরি হলে আখেরে ক্ষতি হবে গেরুয়াশিবিরেরই। আর, সেটা বুঝেও, কোনও হেলদোল না থাকায়, আদপে পুরভোটে লড়াইয়ের মনোভাব কতটা, তা নিয়ে সংশয়ে দলের নিচু তলার নেতা,কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ARUP DUTTA

বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যালটে সায় বিজেপির, পুরভোটে কলকাতা-হাওড়ায় সীমানা পুনর্বিন্যাসের দাবি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল