TRENDING:

BJP attacks Election Commission: তামাশা করছে কমিশন, শুধু ভবানীপুরের উপনির্বাচনে ক্ষোভ বিজেপি-র! পুরভোট কবে, প্রশ্ন তুলল সিপিএম

Last Updated:

বানীপুর সহ তিন কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP attacks Election Commission)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রথম থেকেই এখনই রাজ্যে উপনির্বাচনের বিরোধিতা করে এসেছে বিজেপি৷ ভবানীপুর সহ তিন কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত হয়ে গিয়েছিল৷ এই দুই কেন্দ্র নিয়ে প্রশ্ন না তুললেও শুধু ভবানীপুরে উপনির্বাচন নিয়েই যে তাঁদের আপত্তি, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷

advertisement

দিলীপ ঘোষ বলেন, 'সাতটা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল৷ শুধু তিনটেতে কেন হচ্ছে বুঝতে পারলাম না৷ মুর্শিদাবাদের দুটো কেন্দ্রে ভোট বাকি ছিল, সেখানে ভোট হচ্ছে ঠিক আছে৷ কিন্তু শুধু ভবানীপুরে উপনির্বাচন কেন? বাকি তিনটেতে কেন হচ্ছে না? ভোটের পর তো গোটা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি আছে৷ তার পরেও কেন এমন সিদ্ধান্ত? আর যখনই, যেখানে ভোট হোক না কেন রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে হয়, আমরাও আছি৷ কিন্তু ভবানীপুরে এর আগের বার ভোটের সময় প্রার্থীর উপরে শারীরিক আক্রমণ হয়েছিল৷ তাহলেই বোঝা যাচ্ছে যে ওখানকার পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ৷'

advertisement

কমিশনের বিরুদ্ধে কার্যত তোপ দেগে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'কমিশনের আচরণ, ঘোষণার প্রশংসা করার অধিকার যেমন প্রতিটি রাজনৈতিক দলের আছে, তেমনই সমালোচনা করার অধিকারও আছে৷ কমিশনের এই সিদ্ধান্ত, ঘোষণা গোটা পরিস্থিতিকে কার্যত তামাশায় পরিণত করেছে৷ শুধু একটি মাত্র কেন্দ্রে উপনির্বাচন কেন? কমিশন সেটা মানুষের সামনে ব্যাখ্যা করুক৷'

নির্বাচন কমিশন সূত্রে অবশ্য খবর, ভবানীপুরে সময় মতো উপনির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত৷ সেই কারণেই শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন করিয়ে নেওয়া হচ্ছে৷  রাজ্যের মুখ্যসচিবের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

advertisement

অন্যদিকে সিপিএম উপনির্বাচনের দিন ঘোষণাকে স্বাগত জানালেও পুরভোট নিয়ে প্রশ্ন তুলেছে৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'আমরা চেয়েছিলাম সময় মতো নির্বাচন হোক৷ সেটা যে কোনও নির্বাচনই হোক না কেন৷ বামফ্রন্ট সময়ে বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত সব নির্বাচনই সময়ে হয়েছে৷ রাজ্যে পুরসভাগুলির মেয়াদ ফুরনোর পরে তো দু' থেকে তিন বছর কেটে গিয়েছে৷ পুরভোট কবে হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তা স্পষ্ট করুক৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বভাবতই স্বাগত জানিয়েছেন পরিবহণ মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, 'এর পরবর্তী ধাপ নিশ্চিত ভাবে পুরভোট৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP attacks Election Commission: তামাশা করছে কমিশন, শুধু ভবানীপুরের উপনির্বাচনে ক্ষোভ বিজেপি-র! পুরভোট কবে, প্রশ্ন তুলল সিপিএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল