পশ্চিমবঙ্গকে নিজেদের আয়ত্বে আনতে কোনওভাবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। তাই ভোটপ্রচারে রাজ্যে পাঠানো হচ্ছে ৩টি চপার। সেগুলি রাজ্যে ভোটের প্রচারে জন্য ব্যবহার করা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবে ওই চপার তিনটি। দিল্লি থেকে সেগুলি রাজ্যে আসবে। তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্য বরাদ্দ করা হয়েছে একটি চপার। বাকি দুটি চপার প্রয়োজন মতো ব্যবহার করবেন রাজ্যের নেতা-নেত্রীরা।
advertisement
সূত্রের খবর, আমাদের রাজ্যের যা অবস্থান। তাতে উত্তর থেকে দক্ষিণে যাওয়া অনেকটাই সময় সাপেক্ষ। সেক্ষেত্রে সেইটুকু সময়ও নষ্ট করতে রাজি নয় গেরুয়া শিবির। তাই দ্রুত এবং অনেক বেশি এলাকায় যাতে প্রচারের কাজ সাড়া যায়েই চপারগুলি পাঠানো হচ্ছে। সূত্রের খবর, চপারগুলি নিয়ে সারা রাজ্য চষে ফেলবেন বিজেপি নেতা-নেত্রীরা। তবে দিলীপ ঘোষের ব্যবহারের জন্যই পাঠানো হচ্ছে একটি চপার। কারণ, দিলীপ ঘোষ যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন, তা আর বলার অপেক্ষা রাখে না।