TRENDING:

Bjp Candidate: ফের শোরগোল ফেললেন পবন সিং! লড়বেন ভোটে! আসানসোলে শত্রুঘ্নর বিরুদ্ধেই?

Last Updated:

Bjp Candidate: পবন সিংকে প্রার্থী ঘোষণার পরপরই তাঁকে নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করেছিল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: অবশেষে ভোটে লড়বেন বলে জানালেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। আসানসোল কেন্দ্রে তাকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও তিনি আসানসোল থেকে লড়াই করবেন না বলে জানিয়েছিলেন। এবার আবার তিনি জানালেন, ভোটে লড়বেন। তবে, আসানসোল না অন্য আসন তা স্পষ্ট করেননি পবন সিং।
পবন ফের ভোটের লড়াইয়ে
পবন ফের ভোটের লড়াইয়ে
advertisement

এখনও পর্যন্ত বাংলার ২০ আসনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকা অনুযায়ী, আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু সেই তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দিয়েছিলেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়ালেন বলে বিজেপি সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের প্রথম, বলুন তো দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? উত্তর দিতে হিমশিম অনেকেই

advertisement

পবন সিংকে প্রার্থী ঘোষণার পরপরই তাঁকে নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করেছিল তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ”আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ এটাই।’

advertisement

আরও পড়ুন: দেশে চালু সিএএ! কী এই সিএএ? কী হবে CAA কার্যকর হলে? বিশদে জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে পবন সিং লেখেন, ”ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।” সেই পবন সিং ফের জানালেন ভোটে দাঁড়াবেন তিনি। তবে, কোন কেন্দ্র তা এখনও স্পষ্ট করেননি তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Candidate: ফের শোরগোল ফেললেন পবন সিং! লড়বেন ভোটে! আসানসোলে শত্রুঘ্নর বিরুদ্ধেই?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল