TRENDING:

Bjp Candidate List: বাংলায় পুরনো মুখেই আস্থা বিজেপির, সাংসদদের মধ্যে বাদ শুধু জন বার্লা! ২০ আসনে নতুন মুখেও চমক

Last Updated:

Bjp Candidate List: এই ২০ কেন্দ্রের মধ্যে পুরনো সাংসদদের মধ্যে মালদহ উত্তরে খগেন মুর্মু, রানাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো প্রার্থী হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও। এক নজরে প্রার্থী তালিকা। যদিও সেই কুড়ি জন প্রার্থীর মধ্যে পুরনো মুখের উপরই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, বালুরঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকেই প্রার্থী করেছে বিজেপি। এই ২০ কেন্দ্রের মধ্যে একমাত্র আলিপুরদুয়ার থেকে বর্তমান সাংসদ জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। তাঁর পরিবর্তে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
পুরনো মুখেই আস্থা বিজেপির
পুরনো মুখেই আস্থা বিজেপির
advertisement

এই ২০ কেন্দ্রের মধ্যে পুরনো সাংসদদের মধ্যে মালদহ উত্তরে খগেন মুর্মু, রানাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া থেকে ড. সুভাষ সরকার ও বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ-কেই প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

advertisement

এক নজরে দেখে নিন বাংলায় ২০ কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নাম:

কোচবিহার: নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা

বালুরঘাট: সুকান্ত মজুমদার

মালদহ উত্তর: খগেন মুর্মু

মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী

বহরমপুর: ড. নির্মল কুমার সাহা

মুর্শিদাবাদ: গৌরী শঙ্কর ঘোষ

রানাঘাট: জগন্নাথ সরকার

বনগাঁ: শান্তনু ঠাকুর

জয়নগর: অশোক কান্ডারী

যাদবপুর: ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়

advertisement

হাওড়া: ড. রথীন চক্রবর্তী

হুগলি: লকেট চট্টোপাধ্যায়

কাঁথি: সৌমেন্দু অধিকারী

ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়

পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহাতো

বাঁকুড়া: ড. সুভাষ সরকার

বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ

আসানসোল: পবন সিং

বোলপুর: প্রিয়া সাহা

আরও পড়ুন: ‘পুরনো চালেই’ আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ‘কঠিন’ বাজি জিততে পাঠাল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গের গেরুয়া ব্রিগেডের তালিকায় নতুন মুখের চমকও আছে। যাদবপুর কেন্দ্র থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কাঁথি থেকে লড়বেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী প্রিয়া সাহা। অন্যদিকে, আলিপুরদুয়ারের নতুন প্রার্থী বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এঁদের সকলেরই কমবেশি সংসদীয় রাজনীতিতে লড়াইয়ের অভিজ্ঞতা আছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Candidate List: বাংলায় পুরনো মুখেই আস্থা বিজেপির, সাংসদদের মধ্যে বাদ শুধু জন বার্লা! ২০ আসনে নতুন মুখেও চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল