TRENDING:

Bangla Bandh: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

Last Updated:

বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে পুলিশের জুলুমের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷
advertisement

বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই বনধকে সর্বাত্মক করুন৷ স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন৷ মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না৷ এর প্রতিবাদ করতে, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আগামিকালের বনধকে সবাই সফল করুন৷’

আরও পড়ুন: জলকামানের জল শেষ, পুলিশকর্মীকে ঘিরে ধরে মার! নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ

advertisement

আগামিকাল, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে৷ সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা৷ সেদিনই বিজেপি বাংলা বনধের ডাক দেওয়ায় বুধবারও বড় অশান্তির আশঙ্কা থাকছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিজেপির বাংলা বনধ ব্যর্থ হবে বলে দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘বাংলা বনধের ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার৷ কাল কোনও বাংলা বনধ হবে না৷ বিজেপির মুখোশ খুলে গিয়েছে৷ সাধারণ মানুষ এই বনধ ব্যর্থ করবেন৷ বাংলা শান্ত রয়েছে, আরজি কর বিচ্ছিন্ন ঘটনা৷ একজন গ্রেফতার হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ৷ বড় চক্রান্ত রয়েছে, কেউ ফাঁদে পা দেবেন না৷ বিজেপি রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করেছে৷ মানুষের আবেগের অপব্যবহার করা হচ্ছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla Bandh: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল