TRENDING:

ফের কি বিজেপির কর্মসূচি ঘিরে জটিলতা ? অমিত শাহের সভার অনুমতি চেয়ে লালবাজারে চিঠি

Last Updated:

প্রশাসনের নির্দেশ কে মান্যতা দিয়ে সভা? না কি আদালতে গিয়ে দাবি আদায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের কি বিজেপির সভা ঘিরে জটিলতা? ১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা। অনুমতি চেয়ে লালবাজারে চিঠি বিজেপির। কিন্তু, পরীক্ষার জন্য মাইক বাজিয়ে সভা করার অনুমতি দিতে চাইছে না প্রশাসন। এখনও কিছু জানায়নি পুলিশ। অনুমতি না পেলে আদালতে যাওয়ার ভাবনা পদ্ম শিবিরের।
advertisement

শহীদ মিনারের জমি সেনার হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে অনুমতি দিতে দেরি করে নি সেনা। কিন্তু, বাধ সাধল রাজ্য পুলিশ ও প্রশাসন। পরীক্ষার মরশুমে খোলা জায়গায় মাইক বাজিয়ে সভা? পুলিশের মতে, সভা মানেই মিছিল করে মানুষ আসবে সেখানে। সিএএ 'র সমর্থনে শক্তি দেখাতে বড় মাপের জমায়েতও করে দেখাতে চাইবে বিজেপি। সুতরাং, এতকিছুর পর, শহীদ মিনারের অনুমতি? নৈব নৈব চঃ।

advertisement

যদিও, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, "শহীদ মিনার কোন বসতি এলাকা নয়। সেখানে স্কুল, কলেজ নেই। রবিবার ছুটির দিনে সেখানে সভা হলে পরীক্ষার্থীদের কোনও সমস্যার কারন নেই। আসলে, রাজ্য সরকার ও শাসক দল বিজেপিকে রাজনৈতিক কারনেই সভা করতে দিতে চায় না। " যদিও, দাবি আদায় করতে এখনি আদালতে যেতে চান না দিলীপ। কিন্তু, মুকুল রায়দের মনোভাবে স্পষ্ট, প্রশাসনের চোখে চোখ রেখে, দাবি আদায় করতে হলে আদালতই রাস্তা। তবে, এটা ঠিক, আদালতে রায় পক্ষে না গেলে সেটা শাহের সভাকে আরও জটিল করে তুলবে। দল সবটা দেখে সিদ্ধান্ত নেবে। ফলে, কার্যত দোলাচলে বিজেপি।

advertisement

বিজেপির এক রাজ্য নেতার মতে, সাংগঠনিক নির্বাচন চূড়ান্ত না হওয়ায়, দলের অবস্থা অনেকটা হালভাঙা নৌকোর মত। এই অবস্থায়, কেউই আর আগ বাড়িয়ে কোনও কাজ করতে চাইছে না। অমিত শাহের মত হেভিওয়েট নেতার সভা নিয়ে সিদ্ধান্তের ভার নিজেদের ঘাড়ে না রেখে, দিল্লির কোর্টেই ছেড়ে দিয়েছে রাজ্য বিজেপি।

রাজনৈতিক মহলের মতে, সিএএ যুদ্ধে জিততে, মমতার বিপরীতে নরেন্দ্র মোদীকে এনে কলকাতায় সভা করতে চেয়েছিল বিজেপি। কিন্তু, তার বদলে অমিতকেই পাঠিয়ে দিলেন মোদী। রাজনৈতিক মহলের মতে, সিএএ নিয়ে তরজার উত্তাপ বাড়াতেই বিজেপির এই চাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ARUP DUTTA

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের কি বিজেপির কর্মসূচি ঘিরে জটিলতা ? অমিত শাহের সভার অনুমতি চেয়ে লালবাজারে চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল