আরও পড়ুন: 'BJP-র পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?' ফের বিস্ফোরক তথাগত রায়! নিশানায় কে?
বাবুল সুপ্রিয়র গোয়া সফর ও তৃণমূলে তাঁর দায়িত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ''আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে কী হবে, সেসব দেখা যাবে। আর ওরা ভালো লোককে দায়িত্ব দিয়েছে (হাসি)। গোয়ায় টালিগঞ্জের মত অবস্থা না হয়।'' বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের সংঘাত সর্বজনবিদিত। দলে থাকার সময়ও দিলীপ বাবুর সঙ্গে বাবুলরে বাকবিতণ্ডা ছিল রোজকার ব্যাপার। দল বদলালেও সেই 'রেওয়াজ' অব্যাহতই থেকেছে বলা যায়।
advertisement
আরও পড়ুন: গুরুতর অসুস্থ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! ভর্তি ICU-তে
প্রসঙ্গত, গোয়ায় তৃণমূলের এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'গোয়েঞ্চি নভি সকাল'। পানাজি থেকে শুরু হওয়া এই কর্মসূচিরই সূচনা করবেন বাবুল, সৌগতরা। এই পরিস্থিতিতে আগামী ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও গোয়াতেই থাকছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। গোয়া নিয়ে বিজেপি যতই তৃণমূলকে কটাক্ষ করুক না কেন, বাবুল জানিয়েছেন গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর মতে, 'গোয়ায় যে সমস্ত নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাতে যথেষ্ট ভালো ফল করবে তৃণমূল।'
আরও পড়ুন: রবিবার থেকে শুরু হচ্ছে 'অ্যাসাইনমেন্ট', প্রথম বড় দায়িত্বেই টগবগে তৃণমূলের বাবুল সুপ্রিয়!
শুধু তাই নয়, বাবুলকে তৃণমূল গোয়ায় পাঠাচ্ছে, এই ঘোষণা সৌগত রায় করার পরই ট্যুইটে তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানান বাবুল। লেখেন, ''এই দায়িত্ব দেওয়ার কারণে আমি সম্মানিত ও দলের কাছে কৃতজ্ঞ। যে কাজই আমি করি না কেন, তা আমি হৃদয় দিয়ে করব। আমার এই অ্যাসাইনমেন্টে আমি আমার শ্রেষ্ঠটুকু দিতে বদ্ধপরিকর।'' তবে, দিলীপের কটাক্ষ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিনি। অবশ্য সৌগত রায় বলেছেন, ''দিলীপ ঘোষ ফালতু লোক। তাঁর নেতৃত্বে হেরেছে বিজেপি। পদ চলে গেছে দিলীপ ঘোষের, তাও ফালতু বকা বন্ধ হয়নি।''