মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ''তৃণমূল এমনভাবে প্রচার করছে, যেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পা দিলেই ভূমিকম্প হয়ে যাবে। আসলে হাজার-হাজার মানুষ যেমন গোয়ায় যান, মুখ্যমন্ত্রীও তেমনই গোয়ায় ঘুরতে যাচ্ছেন।'' এরপরই গোয়ার বিজেপি সভাপতির মন্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষের সংযোজন, ''গোয়ার BJP সভাপতি বলেছেন, এখন থেকে গোয়ার বিধানসভা নির্বাচন পর্যন্তও যদি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যান, তাহলেও গোয়ায় তৃণমূল একটাও সিট পাবে না।''
advertisement
আরও পড়ুন: আজ গোয়ায় পা রাখতে চলেছেন মমতা, আগামী তিনদিনে বহু চমকের সম্ভাবনা
প্রসঙ্গত, গোয়ার জনমানসেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে তৃণমূল। 'গোয়েঞ্চি নভি সকাল' নামে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছে তাঁরা। যদিও দিলীপ ঘোষ এ রাজ্য থেকে অভিযোগ করছেন, ''তৃণমূল নেতারা ওখানকার মানুষকে ভুল বোঝাচ্ছে, অন্যের বাড়িতে জোর করে চলে গিয়ে চা খেয়ে আসছেন। সাধারণ মানুষ তো আর তাঁদের তাড়িয়ে দিতে পারে না! তবে, গোয়ার মানুষ বাংলার হিংসার বিষয়ে সব জানেন। গোয়ার বাসিন্দারা ঠিকই তার জবাব দেবেন। মাথা খারাপ না হলে কেউ তৃণমূলে যায় না।''
আরও পড়ুন: হঠাৎই BSF ক্যাম্পে হাজির দিলীপ-সুকান্ত! 'অভিসন্ধি' নিয়ে মারাত্মক অভিযোগ TMC-র
এদিকে, মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, ''গোয়ায় গিয়ে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হয়, তা তিনি ওখানে শিখতে পারবেন।'' সুকান্তর সংযোজন, ''গোয়াতে কঙ্গোলেট বলে একটি জায়গা রয়েছে,যেখানে কয়েক হাজার বাঙালি শ্রমিক কাজ করছেন। তাদের সঙ্গে দেখা করে বাংলায় তাঁদের জন্য কর্মসংস্থান করুন মুখ্যমন্ত্রী।'' যদিও পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ''বিজেপির এ রাজ্যের নেতাদের কথায় কোনও গুরুত্ব নেই। আর আমাদের দলের কর্মসূচি আমরা ঠিক করব, বিজেপি সেখানে বলার কে?''