TRENDING:

নেই কোনও বিভেদ, এখানে শুধুই সম্প্রীতি! কলকাতা পুরসভার বিশ্বকর্মা পুজোয় মিলনের বার্তা

Last Updated:

শুধু নিকাশি বিভাগ নয়, পুরসভার এঞ্জিনিয়িরিং, আলো, প্রিন্টিং, সিভিল সব বিভাগেই বিশ্বকর্মা পুজোর আয়োজন। বিকালে সেই পুজোর আয়োজন ঘুরে ঘুরে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার ছাদে ঘুড়ি ওড়ানোর আয়োজনও করা হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার বিশ্বকর্মা পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পুরসভার নিকাশি বিভাগের আধিকারিক আতাউড় ও তাজমুল আয়োজন করেছেন বিশ্বকর্মা পুজোর। পুজোর উৎসবে শামিল হয়েছেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং।
advertisement

নিকাশি বিভাগ সহ পুরসভার বিভিন্ন বিভাগে  বিশ্বকর্মা পুজো ঘিরে যেন প্রতিযোগিতার পরিবেশ। নিজের বিভাগের মেয়র পরিষদ তো বটেই পুরসভার সচিব থেকে কমিশনার, এমনকি মেয়রও ঘুরে দেখেন বিভিন্ন বিভাগের পুজো। তাই প্রতিমা থেকে নৈবেদ্য, পুজোর আয়োজন থেকে ভোগ নিবেদন- সবেতেই অলিখিত প্রতিযোগিতা।

এবার সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বিশ্বকর্মায় সম্প্রীতির বার্তা। ধর্ম ছাপিয়ে প্রযুক্তির দেবতার পুজো উৎসবে পরিণত হয়েছে। আয়োজন করেছে Executive engineer আতাউর আর Assistant Engineer তেজামুল। এই পুজো দেখতে সপার্ষদ ছিলেন মেয়র পারিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। নাতিকে সঙ্গে করে পুজো আরতি দেখেন। শেষে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নতুন কিছু নয় আমাদের মধ্যে। ছোটবেলায় আমরা মন্দির মসজিদ আলাদা করে ভাবতাম না। এসব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এরাজ্যে আমদানি করা হচ্ছে। ওদের শত চেষ্টাতেও আমাদের এই বন্ধন ভাঙবে না।

advertisement

আরও পড়ুন: রং চং-এ ঘুড়ি, রঙিন পোশাকের সঙ্গে আরও রঙিন মদন, বিশ্বকর্মা পুজোয় নয়া অবতারে কামারহাটির বিধায়ক

গত কয়েকদিন প্রতিমা আনা থেকে পুজোর বাজারে ফুরসত মেলেনি আতাউড় তেজামুল শঙ্কর কিম্বা প্রদীপদের। আজো পুজোর আয়োজনের মাঝে কারা এলেন কারা গেলেন সবের খোঁজ রাখছেন ওরা। সবাই পুজোর শান্তিজল পেলো তো! কেউ প্রসাদ না নিয়ে চলে গেলো কিনা তাও তদারকি করছেন তেজামুল। তিনি বলেন, এটা আমাদের ডিপার্টমেন্টের পুজো। সারাবছর যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বিশ্বকর্মা পুজোর আয়োজন ও সেভাবেই হাতে হাত মিলিয়ে করি। ধর্ম নিয়ম তো আছেই। আমাদের কাছে তার থেকেও বড় উৎসব। সেই আনন্দটাই সবার সাথে ভাগ করে নি।

advertisement

আরও পড়ুন: নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপি, আজ থেকে শুরু দুদিনের সাংগঠনিক বৈঠক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু নিকাশি বিভাগ নয়, পুরসভার এঞ্জিনিয়িরিং, আলো, প্রিন্টিং, সিভিল সব বিভাগেই বিশ্বকর্মা পুজোর আয়োজন। বিকালে সেই পুজোর আয়োজন ঘুরে ঘুরে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার ছাদে ঘুড়ি ওড়ানোর আয়োজনও করা হয় ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নেই কোনও বিভেদ, এখানে শুধুই সম্প্রীতি! কলকাতা পুরসভার বিশ্বকর্মা পুজোয় মিলনের বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল