TRENDING:

বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়...! নাজেহাল পুর কর্তৃপক্ষ, নেওয়া হল বড় উদ্যোগ

Last Updated:

Birth Certificate: জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিতে লম্বা লাইন কলকাতা পুরসভায়। ক্রমশই লাইন বাড়ছে। এসআইআর আবহে অনেকেই জন্ম সার্টিফিকেট খুঁজছেন। যারা পাচ্ছেন না এসে খোঁজ নিচ্ছেন কলকাতা পুরসভায়। জিজ্ঞাসাবাদে নাজেহাল পুর কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিতে লম্বা লাইন কলকাতা পুরসভায়। ক্রমশই লাইন বাড়ছে। এসআইআর আবহে অনেকেই জন্ম সার্টিফিকেট খুঁজছেন। যারা পাচ্ছেন না এসে খোঁজ নিচ্ছেন কলকাতা পুরসভায়। জিজ্ঞাসাবাদে নাজেহাল পুর কর্তৃপক্ষ।
বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়
বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়
advertisement

ইতিমধ্যেই এই পরিস্থিতিতে মেয়রের নির্দেশে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরসভা।

আগে শুধুমাত্র অনলাইনে স্লট বুক করেই দেওয়া হত জন্ম-মৃত্যু সার্টিফিকেট। একদিনে সর্বোচ্চ ১৫০টি সার্টিফিকেট ইস্যু করা হত।

ছ’ নম্বর গেট দিয়েই শুধুমাত্র এই সার্টিফিকেট ইস্যু করা হত। বর্তমানে সিংহ দুয়ারে আরও একটি কাউন্টার খোলা হয়েছে। এখন সিংহ দুয়ার অর্থাৎ দু’নম্বর গেট দিয়ে ঢুকেই হেল্প ডেস্ক বা অনুসন্ধান ডেস্ক বসানো হয়েছে। কী কী তথ্য দিলে সার্টিফিকেট পাওয়া যাবে কার কী সমস্যা সেই অনুযায়ী সমস্যার সমাধান বলছেন পুরকর্মীরা।

advertisement

আরও পড়ুন: উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ…! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা!

সিংহদুয়ারে বসানো হয়েছে একাধিক ডেস্ক। এনকোয়ারি, ডিসিবিন ডেস্ক ডেসপ্যাচ ডেস্ক এবং সাব-রেজিস্ট্রার ও প্রিন্টিং ডেস্ক। দুটি গেটে ১৬টি বোরো এলাকাকে ভাগ করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অনলাইনে নতুন করে আরও ২০০ স্লট বাড়ানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টা…! শৈত্যপ্রবাহ হুঁশিয়ারি ২ রাজ্যে, কুয়াশার কাঁপন ৪ রাজ্যে! ভারী বৃষ্টি-দমকা হাওয়ার হুঁশিয়ারি কোথায়? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

সূত্রের খবর, অনেকেই আধার কার্ড, ভোটার কার্ড এমনকি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়ে এতদিন সমস্ত সরকারি নথি তথ্য সরবরাহ করেছেন। কিন্তু এবার এসআইআর আবহে জন্ম সার্টিফিকেট না থাকায় অনেকেই উদ্বিগ্ন হচ্ছেন। আর তাই পুরসভায় এসে ভিড় জমাচ্ছেন বিভ্রান্ত মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন মাত্র ২ মিনিট রাস্তা! তাতেও পৌঁছতে নাজেহাল সাধারণ মানুষ
আরও দেখুন

অনলাইনে স্লট বুক করতে গিয়েও সমস্যায় পড়ছেন বলে অভিযোগ জানাচ্ছেন লাইনে দাঁড়ানো পুরনাগরিকরা। তাই অনেকেই অফিস কামাই করেও আসছেন বার্থ সার্টিফিকেটের জন্য। এস আই আর আবহেই যে তাঁরা লাইনে দাঁড়িয়েছেন কার্যত তেমনটাই জানাচ্ছেন পুরসভায় ছুটে আসা শহরবাসীর একাংশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়...! নাজেহাল পুর কর্তৃপক্ষ, নেওয়া হল বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল