উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ...! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Uipoka Remedy: উইপোকা। ছোট্ট এই পোকা চোখে দেখা যায় না তেমন, অথচ বাড়িতে একবার ঢুকলে এর বংশ ক্রমশ গিলে নিতে থাকে সবকিছু। ফার্নিচার, দরজা, জানালা, চেয়ার, টেবিল, ডেস্ক থেকে জামা-কাপড় সবকিছু একটু একটু করে গিলে ফেলে এই ছোট্ট ছোট্ট অদৃশ্য পোকার দল। কিন্তু হাজার পেস্ট কন্ট্রোল ডেকেও এদের বংশবৃদ্ধি কন্ট্রোল করা যায় না! তাহলে উপায়?
উইপোকা, উই পোকা তাড়ানোর উপায়, উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ, পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা, আলমারি, দরজা, জানালায় উইপোকা, গিলে খাচ্ছে উইপোকা, পাউডার, বোরাক্স পাউডার দিয়ে উইপোকা তাড়ানোর উপায়, বাড়িময় ছড়াচ্ছে উইপোকা, টার্মাইটস, ঘরোয়া টোটকা, উইপোকা তাড়ানোর ঘরোয়া উপায়, উইপোকা তাড়ানোর কৌশল, পেস্ট কন্ট্রোল লাগবে না, কমলালেবুর তেল, অরেঞ্জ অয়েল, ভিনিগার, স্প্রে বোতলে ভরে দিন ভিনিগার, বোরাক্স পাউডার, উইপোকা তাড়ানোর সহজ টোটকা, উইপোকার অত্যাচার, বাড়িভর্তি উইপোকা, আসবাবে উইপোকা, দরজা জানালায় উইপোকা, ছড়িয়ে পড়ছে উইপোকা, উইপোকা, ঘরোয়া উপায়ে উইপোকা তাড়ান, ছোট্ট টোটকায় উইপোকা তাড়ানোর উপায়, উইপোকার উৎপাত, শীতকাল, বেডরুম ও রান্নাঘরের সমস্যা, ভারতীয় বাড়িতে উইপোকার সমস্যা, কী করে তাড়াবেন উইপোকা, কী উপায়ে উইপোকা থেকে মুক্তি, বাংলা নিউজ, বাংলা খবর
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতের মতো দেশে মূলত উষ্ণ, আর্দ্র পরিবেশ হওয়ায় এই অনুকূল পরিবেশে উইপোকারা বেড়ে ওঠে। এরা মূলত বাড়ির নানা জায়গার কাঠ খেয়ে বেঁচে থাকে। কাঠের উপরের অংশে কোনও ছিদ্র থাকে না বলে প্রাথমিক পর্যায়ে তাদের শনাক্ত করাও কঠিন হয়। আর যতদিনে টের পাওয়া যায় তাদের অস্তিত্ব, ততদিনে গোটা বাড়িতে ছেয়ে যায় এই পোকার দল।
advertisement
উইপোকা অন্ধকার জায়গায় বাসা বাঁধে। বাইরে থেকে কাঠের উপর এদের কোনও চিহ্ন দেখা যায় না। তবে আপনি দেয়ালে এদের মাটির পাইপ, ঝরে পড়া ডানার গুচ্ছ ইত্যাদি দেখলে তার মাধ্যমে এদের বিস্তার মালুম করতে পারবেন। দেয়ালে থাকা মাটি দিয়ে তৈরি পাইপগুলিকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে উইপোকারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের সীমান্ত বাড়াতে থাকে।
advertisement
এই কারণেই আপনার বাড়ির কাঠের জিনিসপত্র ঘন ঘন পরীক্ষা করা উচিত। উইপোকা কাঠের ভেতরের অংশ নষ্ট করে এবং উপরের অংশ অক্ষত রাখে। অতএব, উপরের অংশটি ভাল আছে বলে উইপোকা আদৌ নেই এমনটা ধরে নেওয়ার পরিবর্তে, আপনার দরজা-জানালাগুলি পরীক্ষা করুন ভাল করে। যদি জানালা এবং দরজার কাছে প্রচুর পোকামাকড়ের ডানা থাকে, তাহলে নিশ্চিত থাকুন যে উইপোকাও আছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
