TRENDING:

Birth Certificate: সরকারি পোর্টালে OTP জেনারেট করে একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট, ৩৫০০ জন্মের ভুয়ো শংসাপত্র তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Birth Certificate: পাঠানখালি পঞ্চায়েতের সরকারি পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ধৃত গৌতম সর্দার। জন্মের ভুয়ো সার্টিফিকেট তদন্তে উঠে আসছে এমনই তথ্য। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সরকারি পোর্টাল লগ-ইনে কারসাজি করে ধৃত গৌতম সর্দার। এমনটাই দাবি তদন্তকারীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঠানখালি পঞ্চায়েতের সরকারি পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ধৃত গৌতম সর্দার। জন্মের ভুয়ো সার্টিফিকেট তদন্তে উঠে আসছে এমনই তথ্য। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সরকারি পোর্টাল লগ-ইনে কারসাজি করে ধৃত গৌতম সর্দার। এমনটাই দাবি তদন্তকারীদের।
ভুয়ো বার্থ সার্টিফিকেট
ভুয়ো বার্থ সার্টিফিকেট
advertisement

পাঠানখালি পঞ্চায়েত থেকেই শুধুমাত্র ৩৫০০ জন্মের ভুয়ো শংসাপত্র কী ভাবে দেওয়া হল? আদালতে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তদন্তকারী অফিসাররা। তদন্তে নেমেই কলকাতা পুলিশের কাছে এল চাঞ্চল্যকর তথ্য। পাঠানখালি পঞ্চায়েতের জন্মের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সরকারি পোর্টালের পুরো নিয়ন্ত্রণ ছিল গৌতম সর্দারের হাতে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য…! কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর

advertisement

তদন্তে উঠে এসেছে, সরকারি পোর্টাল লগ-ইন থেকে শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে যে ওটিপি জেনারেট করতে হয়, সব ওটিপি আসত গৌতমের মোবাইল নম্বরে। আর এখানেই পুরো অন্ধকারে পঞ্চায়েত প্রধান, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এত সংখ‍্যায় তার কাছে ওটিপি আসত না।

আরও পড়ুন: ‘হর্ন বাজালেন কেন…?’ রাগে লাল হয়ে বাস ড্রাইভার-কন্ডাক্টরের দিকে এগিয়ে এল ওরা, পরমুহূর্তেই ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

advertisement

পুলিশের দাবি, সরকারি পোর্টালের নিয়ন্ত্রণ পুরো নিজের হাতে রাখার কারণে নিজের ইচ্ছে মতো ওটিপি জেনারেট করেছেন, আর একের পর এক ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করে গেছে

শুধুমাত্র ওই এলাকার নাগরিকের নয়, পোর্টাল থেকে অন্য এলাকার নাগরিকের জন্যও জন্মের শংসাপত্র ইস‍্যুর অপশন রয়েছে বলেও জানা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সূত্রে দাবি, সরকারি পোর্টালে দুটো অপশন থাকে। একটি নিজের পঞ্চায়েত এলাকা আর অন‍্যটি ভিন এলাকা। আর সুযোগকে কাজে লাগিয়েছে গৌতম। ভিন এলাকার অপশনকে কাজে লাগিয়ে কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলা থেকে অনলাইনে আবেদন করিয়ে জন্মের শংসাপত্র ইস‍্যু করেছে একের পর এক। এক্ষেত্রে এজেন্ট সাব এজেন্ট কাজে লাগানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Birth Certificate: সরকারি পোর্টালে OTP জেনারেট করে একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট, ৩৫০০ জন্মের ভুয়ো শংসাপত্র তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল