ভোটের দিনক্ষণ নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছেন বিরোধীরা ৷ এবার বামফ্রন্টের তরফে এমন উৎসবের দিনে এক দল মানুষকে বিপদে ফেলে কিভাবে বাংলায় এমন গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার বাস্তবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ শাসকদলের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে বিঁধে বিমান বসু বলেন, ‘পাগলেpanর প্রলাপ চলছে রাজ্যে ৷ আরও পাগল কিছু লোকজনকে দিয়ে নির্বাচন প্রস্তুতির কাজ করা হচ্ছে ৷’
advertisement
শুধু নির্বাচনের দিন নয়, রাজ্যে মনোনয়ন নিয়ে সংঘর্ষ ও অশান্তির পরিবেশন নিয়েও শাসক দল ও কমিশনের তীব্র সমালোচনা করে বিমান বসু ৷ সাংবাদিক বৈঠকে বিমান বসু বললেন,‘পঞ্চায়েত ভোটের আগে লাগাতার সন্ত্রাস ৷ মনোনয়ন জমায় বাধা তৃণমূলের ৷ জেলায়-জেলায় আক্রান্ত বামেরা ৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ৷ কয়েকটি জায়গায় বিজেপি-তৃণমূল সমঝোতা ৷ ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল ৷ কাল রাজ্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে বামেরা ৷’
মনোনয়ন ঘিরে যুদ্ধের বাতাবরণ। রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি। পিস্তল ও বোমা হাতে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাপাদাপি। পঞ্চায়েতের মনোনয়ন পেশের চতুর্থ দিনেও ছবিটা একইরকম। এদিন জেলার নলহাটির ১ নম্বর ব্লক বাম ও কংগ্রেসের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। জেলার প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে মনোনয়ন জমা দিতে গেলে তাদের দুষ্কৃতী আক্রমণের মুখে পড়তে হয়। বিডিও অফিসের সামনের মাঠেই চলে বোমাবাজি। ইটের আঘাতে জখম হন রামচন্দ্র ডোম। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে দাবি বামেদের।