TRENDING:

‘রাজ্য নির্বাচন কমিশন বোবা ও কালার ভূমিকা পালন করছে’, সূর্যকান্তের পর তোপ বিমানের

Last Updated:

‘রাজ্য নির্বাচন কমিশন বোবা ও কালার ভূমিকা পালন করছে’, সূর্যকান্তের পর তোপ বিমানের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: মনোনয়ন পেশ নিয়ে একের পর এক অভিযোগ ৷ জেলায় জেলায় সংঘর্ষ রক্তপাত ৷ তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন ৷ রাজ্যের এমন অরাজক অবস্থায় কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্রুদ্ধ সিপিআইএম চেয়ারম্যান বিমান বসু ৷
advertisement

সূর্যকান্ত মিশ্রের পর এবার কমিশনের উদ্দেশ্যে বিমান বসুর তোপ, ‘কমিশন থেকেও নেই ৷ বোবা ও কালার ভূমিকা পালন করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ EC একটা ঠুঁটো জগন্নাথ ৷ ’

রাজ্যের নানা প্রান্তে অশান্তি ৷ তার মধ্যেই চলছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ। জেলায় জেলায় রক্তপাত ও সংঘর্ষ ৷ অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকদের বাধায় মনোনয়ন পেশ করতে পারছে না বামেরা ৷ এখনও পর্যন্ত মোটে ৬ শতাংশ প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন বলে খবর ৷

advertisement

এহেন পরিস্থিতি দেখে শাসক দলকে বিঁধে বিমান বসুর মন্তব্য, ‘ফলাফল বের হওয়ায় পর এমন পরিস্থিতি হলে বুঝতাম ৷ এরা তো ভোটটাই হতে দিতে চায় না ৷ ’

মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন পেশে সবার আগে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা পেশ করেছে ১৬১৪টি মনোনয়ন। অন্যদিকে, বিরোধীদের সকলের মিলিত মনোনয়নের সংখ্যা ১৬২১। তাদের মধ্যে বিজেপি ১১৪৩, সিপিআইএম ৩৫১, কংগ্রেস ১২৭ এবং নির্দল প্রার্থীরা ২০০টি মনোনয়ন জমা দিয়েছেন।

advertisement

রাজ্য জুড়ে মনোনয়ন নিয়ে এমন অশান্তির পরও রাজ্য সরকার ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলেই মনে করছে ৷ শাসক দলের এই সিদ্ধান্তের সমালোচনা করেই বিমান বসু প্রশ্ন তুলেছেন, প্রথম দফায় একসঙ্গে ১২ জেলায় শান্তিপূর্ণ অবাধ ভোট করানোর জন্য রাজ্য সরকারের কাছে এত পুলিশ কোথায়?

রাজ্যপালের ভূমিকাতেও অসন্তুষ্ট বাম শিবির ৷ ইতিমধ্যে ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছে বিজেপি ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজ্য নির্বাচন কমিশন বোবা ও কালার ভূমিকা পালন করছে’, সূর্যকান্তের পর তোপ বিমানের