TRENDING:

 কাগজ দেখাব না, নেতাজির জন্মদিনে শপথ সিপিএম নেতা বিমান বসুর 

Last Updated:

নেতাজি জন্মজয়ন্তীতে নাগরিকত্ব আইনের বিরোধিতায় সুর চড়ালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নেতাজির জন্মদিনে শপথ, আমরা কাগজ দেখাব না৷ নাগরিকত্ব পরিচয় দেওয়ার প্রমাণ আমরা মানতে পারি না৷ নেতাজি জন্মজয়ন্তীতে নাগরিকত্ব আইনের বিরোধিতায় সুর চড়ালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷
advertisement

বৃহস্পতিবার কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির জন্মজয়ন্তীতে দেশপ্রেম দিবস পালিত হয়৷ সেখানে ছিলেন সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল-সহ ১৯ বাম দল  ও কংগ্রেস নেতারা ৷ বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় নেতাজির মূর্তিতে মালা দেন।  প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্যও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন।

advertisement

বিমান বসু বলেন, ‘তিনি জানেন না, কোথায় তাঁর বাবা, মা জন্মেছিলেন। তিনিও কলকাতায় জন্মে জন্মের প্রমাণপত্র দেখাতে পারবেন না৷  তাহলে গ্রামের মানুষ কীভাবে জন্মের প্রমাণপত্র দেখাবেন?’ তাঁর প্রশ্ন, ‘যাঁদের ঘর-বাড়ি বন্যায় ভেসে যায়,তাঁরা কী করে নথিপত্র দেখাবেন? ’ জাত,বর্ণ,ধর্ম,ভাষার ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিমান বসু৷ তিনি বলেন, আমরা চাইছি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একজোট হয়ে সবাইকে লড়াই করতে হবে।এরপর ওয়েলিংটন থেকে বিমান বসু,সেলিম,সোমেন মিত্ররা একসঙ্গে মিছিল করে ধর্মতলা রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করে কর্মসূচি শেষ করেন।দুই দলেরই কড়া মনোভাব, রাজ্যে নাগরিকত্ব আইন কোনওমতেই চালু করতে দেওয়া হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

অভিজিৎ চন্দ

বাংলা খবর/ খবর/কলকাতা/
 কাগজ দেখাব না, নেতাজির জন্মদিনে শপথ সিপিএম নেতা বিমান বসুর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল