TRENDING:

নেতৃত্বে ঐশী, মিছিলের পিছনে হাঁটলেন বিমান-সূর্যরা

Last Updated:

তবে একী কোনও বদলের ইঙ্গিত? তরুণ ব্রিগেডের হাতেই আসতে চলেছে নেতৃত্বের ব্যাটন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মিছিলের শুরু গলা ফাটাচ্ছে এক তরুণী ৷ তাঁর স্লোগানে সুর মিলিয়ে পায়ে পায়ে পিছনের সারিতে হেঁটে আসছেন বাম শীর্ষ নেতৃত্ব ৷ পিছনে চলছে জোর স্লোগানিং, তবু  সেই কলরবকেও ছাপিয়ে ভেসে আসছে ছোট-খাটো চেহারা তরুণ নেত্রীর জোরালো আওয়াজ ৷ দেশ জোড়া ছাত্র আন্দোলনের মুখ, জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের নেতৃত্বে CAA-NRC বিরোধীতায় শহর কলকাতায় আরও এক মিছিল। সেই মিছিলের শেষ ভাগে পা মিলিয়ে হাঁটছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বড় থেকে ছোট বাম নেতা ৷
advertisement

বদলাচ্ছে দিন, পাল্টাচ্ছে নেতৃত্ব ৷ পরিবর্তনের হাওয়া বাম শিবিরেও ৷ বলছেন বিশেষজ্ঞরা ৷ মাথায় রূপোলি টানের বদলে নেতৃত্বের ব্যাটন টগবগে ফুটন্ত তারুণ্যের হাতে ৷ এরকমই অসাধারণ নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল কলকাতা ৷ জেএনইউ-এর ঘটনার পর দেশের ছাত্র আন্দোলনের পোস্টার গার্ল এখন ঐশী ৷ সেই ঐশীর নেতৃত্বেই এদিন মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটলেন রাজ্যের বাম নেতৃত্ব ৷ এমন ছবি আগে কখনও দেখা গিয়েছে বলে মনে পড়ে না ৷ এদিনের মিছিলে দেখা যায় সামনে জেএনইউ ছাত্র সংসদের সভাপতি সহ পড়ুয়ারা। মিছিলের একেবারে পিছনে হাঁটছেন  বাম নেতারা। সঙ্গে সাংস্কৃতিক জগতের অনেক চেনা মুখ।  সবাই জানিয়েছেন তারা এসেছিলেন ঐশীর জন্য ৷

advertisement

জাতীয় রাজনীতিতে বাম শিবিরের অস্থিত্ব বিপন্ন হওয়ার পর থেকে ব্যর্থতার বিশ্লেষণে বারবার উঠে এসেছে একটাই কথা ৷ এ দলে তরুণ নেতার অভাব ৷ রাজনীতিবিদদের মতেও, বয়সের ভারে পক্ককেশ নেতৃত্বের উচিত দলের তরুণ ব্রিগেডের হাতে দায়িত্ব তুলে দেওয়া ৷ তারুণ্যই এই দেশের ভবিষ্যৎ ৷ এদিনের মিছিলে ঐশীর নেতৃত্বে বাম দলের মাথা যারা, তাদের হাঁটতে দেখে রাজনীতিবিদদেরও মনে প্রশ্ন, তাহলে কী সময়ের চাহিদা মেনে বদলাচ্ছে লেফট উইঙ্গ রাজনীতিও ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই প্রথম নয়, জেএনইউ কাণ্ডের পর সংসদ নেত্রী ঐশী ঘোষের সমর্থনে, তার পাশে এসে দাঁড়িয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রকাশ কারাট,বৃন্দা কারাট সীতারাম ইয়েচুরি সহ একাধিক বাম নেতা-নেত্রী ৷ ঐশীই প্রথম নন, এর আগে জেএনইউ ক্যাম্পাস থেকেই সামনে এসেছে অন্য প্রতিশ্রুতিবান বাম নেতা কানাইয়া কুমার ৷ ফোবর্সের সাম্প্রতিক এক রিপোর্টের দাবি, দেশের ভবিষ্যতের ২০ জন শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে একজন হলেন কানাইয়া ৷ কানাইয়া কুমারের মতোই ঐশীর উত্থান সেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৷ এদিন তাঁর জোরালো কণ্ঠের আজাদী স্লোগানের ডাকে যেভাবে পা মেলালেন পড়ুয়া থেকে বাম শীর্ষ নেতৃত্ব, তাতে ভবিষ্যতে বাম রাজনীতির দিশা তৈরি অন্যতম কারিগর হয়ে উঠতেই পারেন ঐশী ঘোষ ৷ একইসঙ্গে আজকে উত্তর কলকাতার রাস্তায় তৈরি হওয়া নজিরবিহীন দৃশ্য জন্ম দিল এক প্রশ্নের ৷ তবে কি শীঘ্রই তারুণ্যই ঠিক করে দেবে বাম রাজনীতির ভবিষ্যতের ব্লু প্রিন্ট ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতৃত্বে ঐশী, মিছিলের পিছনে হাঁটলেন বিমান-সূর্যরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল