স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গতকাল (বুধবার) বিধানসভার লবিতে যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত বলেই আমি মনে করি। আমি সব ঘটনাই খতিয়ে দেখেছি। মার্শালের সঙ্গে কথা বলেছি। এমন ঘটনা না ঘটলেই ভাল হত। আপনাদের একটু সংযত আচরণ করা উচিত। বিধানসভার অনেক সদস্যই বলেছেন এখানে তাঁরা ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব এমন কিছু কথাও যেন কেউ না বলেন যাতে এমন পরিস্থিতি তৈরি হয়। আর বাইরের বিষয় নিয়ে বিধানসভায় আলোচনার কোনও জায়গা নেই।’’
advertisement
পাল্টা বিজেপির শঙ্কর ঘোষ বলেন, ‘‘শাসকদল এমন আচরণ কেন করবে? আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে৷’’
বিধানসভা সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন, মাধ্যমিকে ফেল করেছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে। তাঁর একাধিক ফ্ল্যাট আছে। এই নিয়ে কথা কাটাকাটি হয় দু’জনের।
তারপরেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অধিবেশন কক্ষ থেকে বেরনোর সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন। এবিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগও জানান বিরোধী দলনেতা৷
স্পিকারকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠিতে উল্লেখ করেন, ‘‘বিধানসভার অন্দরে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামী দিনে কোনও যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণভাবে স্পিকারের উপর বর্তাবে।’’ বিধানসভার সদস্য, পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানান শুভেন্দু।