“পুলিশ চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। সেই কারণেই আন্দোলনে কখনওই কোনও বাধা দেওয়া হয়নি বলেই সাংবাদিক বৈঠকে দাবি করেন জাভেদ শামিম। বলেন, চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি। ওরা কষ্টে আছে। সেটা বুঝি।”
advertisement
বৃহস্পতিবারের এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, “প্রথম বেআইনি কাজ আন্দোলনকারীদের তরফ থেকেই শুরু হয়েছিল। আমাদের কোনও লক্ষ্য ছিল না টিয়ার গ্যাস চালানোর। আমাদের লক্ষ্য ছিল সংযত থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে আটকে থাকা সরকারি কর্মচারীদের বার করে আনা। আমাদের কাছে ফোন আসছিল। সন্তানসম্ভবা মহিলা ছিলেন তাদের মধ্যে, প্যনিক অ্যাটাক হতে পারে। এই পরিস্থিতিতে তাদের বার করে আনা লক্ষ্য ছিল। পুলিশ প্রোঅ্যাকটিভ হয়েছে রাত আটটার পর। অফিস ছুটির দুঘণ্টা পর। আমাদের আন্দোলন ভেস্তে দেওয়ার লক্ষ্য নেই। আজও করছে। আইন মেনে করুক।”
আরও পড়ুন: প্লেনে কোন ‘শব্দ’ বললে আপনি ‘জেলে’ যেতে পারেন জানেন…? ‘উত্তর’ শুনলেই চমকাবেন!
শিক্ষকদের প্রতি সম্মান রেখেই জাভেদ শামিম বলেন, “শিক্ষকরা সমাজ গড়েন। তাঁরা সমাজের স্তম্ভ। তাই আমরা শুরু থেকে সম্মান দেখিয়েছি। তবে যা ঘটেছে, তা শিক্ষকদের থেকে কাম্য নয়।” তিনি আরও বলেন, “চাকরির মূল্য আমরা বুঝি। আমরাও তো চাকরি করি।”