TRENDING:

Park Circus Firing Update: ঠান্ডা চাউনি, হঠাৎ মাথায় বন্দুক ঠেকালো পুলিশকর্মী! পার্ক সার্কাসে এক চুলের জন্য বাঁচল বিহারের ছাত্র

Last Updated:

সরফরাজের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মাত্র চারদিন আগেই কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মামাবাড়িতে এসেছিল সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই মাথায় বন্দুক ঠেকালেন এক পুলিশকর্মী৷ মাত্র চারদিন আগে বিহার থেকে কলকাতায় আসা বছর ঊনিশের মহম্মদ সরফরাজ প্রথমে ভেবেছিল, হয়তো তাঁর সঙ্গে মজা করছেন ওই পুলিশকর্মী৷
আহত মহম্মদ সরফরাজ এবং আত্মঘাতী কনস্টেবল চড়ুপ লেপচা (ডানদিকে)৷
আহত মহম্মদ সরফরাজ এবং আত্মঘাতী কনস্টেবল চড়ুপ লেপচা (ডানদিকে)৷
advertisement

কিন্তু কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার শীতল চাউনি দেখেই অন্যরকম ঠেকেছিল সরফরাজের৷ তার দিকে তাক করা ইনসাসের নল এড়িয়ে প্রাণভয়ে ছুটতে শুরু করে সে৷

আরও পড়ুন: পরিবারের হাল ধরেছিলেন, কনস্টেবলের গুলিতে লড়াই শেষ হাওড়ার রিমার

পরের মুহূর্তেই সরফরাজকে লক্ষ্য করে গুলি চালায় কলকাতা পুলিশের ওই কনস্টেবল৷ কিন্তু বরাতজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ রাস্তায় দাঁড়ানো একটি গাড়ির গায়ে লাগে গুলিটি৷ সেই অভিঘাতেই বারুদের আগুনে আঘাত লাগে সরফরাজের বাঁ হাতে৷ কোনওক্রমে বন্ধুর গ্যারেজে ঢুকেই সংজ্ঞা হারায় সে৷

advertisement

শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে বাইরে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছিল এবার বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া সরফরাজ৷ কলকাতায় মামাবাড়িতে ঘুরতে এসে যে এমন অভিজ্ঞতা হবে, দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সে৷

আরও পড়ুন: হাতে ইনসাস, তাণ্ডবের আগে সিঁড়ি দিয়ে নামছেন সেই কনস্টেবল, দেখুন ভিডিও

advertisement

সরফরাজের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মাত্র চারদিন আগেই কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মামাবাড়িতে এসেছিল সে৷ এ দিন দুপুরে সেখান থেকেই পার্ক সার্কাস চত্বরে এক বন্ধুর গ্যারেজে যাচ্ছিল সে৷ তখনই লোয়ার রেঞ্জ রোডে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার মুখোমুখি পড়ে যায় সে৷ যার গুলিতে এ দিন প্রাণ হারিয়েছেন হাওড়ার বাসিন্দা রিমা সিং নােম এক তরুণী৷ আহত হয়েছেন সরফরাজ ছাড়াও মহম্মদ বসির আলম নামে এক ব্যক্তি৷ পরে নিজেই আত্মঘাতী হন ওই কনস্টেবল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার পর সরফরাজকে প্রথমে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যায় তার বন্ধুরা৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও চোট গুরুতর না হওয়ায় সন্ধ্যায় সরফরাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ মামাবাড়ি ঘুরতে এসে বরাতজোরে প্রাণ বাঁচিয়ে বাড়ির ফিরছে এই ছাত্র৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus Firing Update: ঠান্ডা চাউনি, হঠাৎ মাথায় বন্দুক ঠেকালো পুলিশকর্মী! পার্ক সার্কাসে এক চুলের জন্য বাঁচল বিহারের ছাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল