এ দিন মন্ত্রিসভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের প্রতিটি জেলায় গঠন করা হবে ‘সোশ্যাল মিডিয়া ইউনিট’। এই ইউনিটগুলি তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কাজ করবে। প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের সদর কার্যালয় থেকেই ইউনিটগুলির কার্যক্রম পরিচালিত হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগে রাজ্যে মোট ১০৮টি শূন্য পদ তৈরি করা হবে।
advertisement
এছাড়াও, কলকাতা পুলিশের পদ কাঠামোয়ও পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে সুবেদার পদকে ‘সশস্ত্র সাব-ইনস্পেক্টর’ পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫০টি সুবেদার পদ এখন থেকে সাব-ইনস্পেক্টর পদে রূপান্তরিত হবে। সব সিদ্ধান্তই আজকের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 7:35 PM IST
