বিশ্বরূপ দে'র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, 'পুরসভার স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতা বাড়ানো হবে এই মর্মে। পাশাপাশি, যত্রতত্র খাবার ফেলা বন্ধ করতে হবে। ইঁদুরের গর্ত দেখলে তা বোজাতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে।'
আরও পড়ুন: কলকাতা ট্রাফিক পুলিশের ন্যূনতম জরিমানা বাড়ল ৫ গুণ, কী প্রতিক্রিয়া শহরের বিভিন্ন মহলে?
advertisement
তবে এ বারে নতুন নয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরসভার কাছে ইঁদুর হটানোর অনুরোধও এসেছে আগেও। কিন্তু পুরসভা তেমন কিছু করে উঠতে পারেনি। অতীন ঘোষ জানিয়েছেন, 'কলকাতা পুরসভায় ইঁদুর নিধনের পরিকাঠামো নেই। মুম্বই পুরসভা শহর থেকে ইঁদুর সরানোর পরিকাঠামো তৈরি করেছে। তাই তাদের চিঠি পাঠিয়েছি। এখনও উত্তর পাইনি।' তিনি আরও বলেন, সংক্রমণ না ছড়িয়ে কীভাবে ইঁদুরের উপদ্রব বন্ধ করা যায়, সে ব্যাপারেও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।'
Biswajit Saha