সংসদ জানিয়েছে ২৬ অগাস্ট থেকে সংসদ একটি নতুন ওয়েবসাইট ও পোর্টাল চালু করছে। এই অনলাইন পদ্ধতির মাধ্যমে বিদ্যালয়গুলি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে এবং তার সঙ্গে টাকা জমা দেওয়ার কাজও অনলাইনেই হবে। অর্থাৎ বিভিন্ন জেলার স্কুল গুলি তাদের রিজিওনাল অফিস বা কলকাতার অফিসে এসে যে কাজগুলি করতে হতো এবার থেকে কাজ গুলির জন্য তাদের আর কলকাতায় আসতে হবে না। এই মর্মে স্কুলগুলি একজন করে একটি নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়ার কথা ভেবেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত কিভাবে গোটা প্রক্রিয়াকে বাস্তবায়িত করা হবে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হতে পারে। যদিও এই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই উদ্যোগ নেওয়ায় কিছু ভুল ত্রুটি হতে পারে বলে মেনে নিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে তার জন্য স্কুল গুলিকেও সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন সংসদ সভাপতি।
advertisement
আরও পড়ুন: সায়গালকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, অনুব্রতর জন্য এবার নতুন 'প্ল্যান'?
এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পাশাপাশি স্কুলের মেয়াদ পুনর্নবীকরণের মতো বিষয়গুলি করা যাবে। তবে সুবিদের জন্য আপাতত নতুন ও পুরনো দুটো ওয়েবসাইটই চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তবে কোন স্কুলের কোন সমস্যা হলে তার জন্য একটি নির্দিষ্ট ইমেইল আইডি দেওয়া হয়েছে যেখানে স্কুলগুলি তাদের সমস্যার কথা জানাতে পারেন। সংসদের তরফে গত কয়েক মাস ধরেই এই কাজ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মূলত গোটা প্রক্রিয়াটি কে কিভাবে অনলাইনে করা যায় তা নিয়ে চলছিল স্কুল শিক্ষা দফতরের সঙ্গেও আলোচনা।
আরও পড়ুন: বৈদিক ভিলেজে বঙ্গ বিজেপির পাঠশালা, শিক্ষা দিতে আসছেন 'মাস্টারমশাই'!
অনলাইনে গোটা প্রক্রিয়াটি শুরু হলে তার জেরে ডেটা ব্যাংকও আরও স্বচ্ছ হবে বলেই মনে করছে সংসদ। পাশাপাশি ফরম পূরণ নিয়ে স্কুল গুলি তরফে কোন গাফিলতি পরীক্ষার ঠিক আগে আগে উঠে এলে তাও চিহ্নিত করা যাবে বলেও মনে করছেন সংসদের আধিকারিকরা। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে কি দেখা যায় ছাত্রছাত্রীরা সংসদে এসে পরীক্ষা দেওয়ার দাবি জানাতে থাকে। এক্ষেত্রে অধিকাংশ সময় স্কুল গুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই অনলাইনে পদ্ধতি চালু হলে অনেকটা সেই অভিযোগ থেকেও সুরাহা পাওয়া যাবে বলে মনে করছেন সংসদের আধিকারিকরা।