এর আগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া জয়েনিংয়ে অভিযোগ সামনে এসেছে। তাই এবার থেকে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগপত্র হাতে পেলেও বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। সেই সংক্রান্ত সার্টিফিকেট পেলে তবেই স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে নযা নির্দেশিকার কথা জানানো হয়েছে রাজ্যজুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের।
advertisement
আরও পড়ুনঃ Indian Railways: দুই আলাদা রাজ্য ভাগ করে নিয়েছে একটি স্টেশন, ভারতীয় রেলে এমন বিস্ময় রয়েছে ২টি
প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে চলছে তদন্ত। সিবিআই ও ইডি যৌথভাবে চালাচ্ছে তদন্ত। ইতিমধ্যেই তদন্তে গ্রেফতারি তালিকাও ক্রমষ দীর্ঘ হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষা দফতরের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। বিশেষজ্ঞ মহলের ধারণা সেই কারণেই এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও দিকেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পর্ষদ। নয়া নির্দেশিকা তারই প্রমাণ।