TRENDING:

Oath Taking of New MLAs: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা 

Last Updated:

রাজ্যপাল নিজে শপথ পড়ান,  নাকি অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়কে সেই দায়িত্ব দেন সেটাই দেখার। রাজ‌্যপাল সেক্ষেত্রে কোনও ইতিবাচক সাড়া না দিলে বিধানসভায় অধিবেশন ডেকে সেই শপথ পড়িয়ে দেবেন অধ‌্যক্ষই। তেমনটাই সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াl হোসেন সরকারের শপথ নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছে৷ রাজভবন ও বিধানসভার দড়ি টানাটানিতে শপথগ্রহণ পর্ব নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতাও৷ এরই মধ্যে দুজনেই জানিয়েছিলেন তাঁরা শপথ নিতে চান বিধানসভায়৷ রাজভবনে গিয়ে তাঁদের শপথ নেওয়ার আপত্তির কথা জানিয়েছিলেন৷ তবে রাজভবন শেষ মুহূর্তে বিধানসভার উপাধ্যক্ষকে শপথ করানোর আনুমতি দিলেও, অধিবেশন চলাকালীন তিনি জানিয়েছিলেন দায়িত্ব নিতে তিনি অপারগ৷ তাই অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এই দুই নব নির্বাচিত বিধায়ককে৷ যা নিয়ে ফের আপত্তির কথা জানায় রাজভবন। এবার দিন কয়েক আগেই হয়ে গিয়েছে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন৷ তাতে জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক। তাই তাঁদের শপথ ঘিরে যাতে জটিলতা তৈরি না হয়, সেদিকে নজর প্রশাসনের৷
advertisement

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে। তার জন‌্য গত শনিবারই তৃণমূল পরিষদীয় দলের নেত্রী মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে অধিবেশন বসানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। এর মধ্যে রাজ‌ভবনের অবস্থান স্পষ্ট হয়ে গেলে এই বাদল অধিবেশনেই চার বিধায়কের শপথ পর্ব সেরে ফেলতে পারেন অধ‌্যক্ষ।

আরও পড়ুন: উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?

advertisement

সেক্ষেত্রে কড়া অবস্থানই বজায় রাখবে বিধানসভা। সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী, হয় রাজ‌্যপাল বিধানসভায় এসে শপথ পড়াবেন, অথবা পরিষদীয় রীতি মেনে অধ‌্যক্ষকে সেই দায়িত্ব দেবেন। নজর থাকবে রাজ্যপাালের পদক্ষেপে।

রাজ্যপাল নিজে শপথ পড়ান,  নাকি অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়কে সেই দায়িত্ব দেন সেটাই দেখার। রাজ‌্যপাল সেক্ষেত্রে কোনও ইতিবাচক সাড়া না দিলে বিধানসভায় অধিবেশন ডেকে সেই শপথ পড়িয়ে দেবেন অধ‌্যক্ষই। তেমনটাই সূত্রের খবর৷

advertisement

অধ‌্যক্ষই যে এক্ষেত্রে শেষ কথা, তা উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় বলেছেন, “গোটা দেশে এটাই রীতি। রাজ‌্যপাল অধ‌্যক্ষকেই নতুন বিধায়কদের শপথ পড়ানোর দায়িত্ব দেন।” পরে অধ‌্যক্ষ বলেন, “পরিষদীয় দফতরের চিঠির পর রাজ‌্যপাল কী জানান, তার উপরই নির্ভর করছে এই চারজনের শপথ। তবে বিধানসভার অধিবেশন শুরু হলে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ করানোই যায়।”

advertisement

আরও পড়ুন: এবার কামাক্ষ্যা দর্শন সেরেই সোজা চলে যান বৈষ্ণোদেবীতে! এক ট্রেনেই দুই তীর্থ ভ্রমণের সুবিধা দিচ্ছে রেল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার যাতে কোনওভাবেই এ নিয়ে আর গড়িমসি না হয় তার জন‌্য সবরকম প্রস্তুতি রাখছে বিধানসভা। জানা যাচ্ছে, চার নতুন বিধায়কের জয়ের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে প্রকাশের পর আগামী সপ্তাহেই তাঁদের শপথ পড়ানোর প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়ে রাজ‌্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবে পরিষদীয় দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking of New MLAs: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল