টিকিট কাউন্টার বর্তমানে কার্যত আবর্জনার গুদামে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। যা মাঝে মধ্যেই সমাজ বিরোধীদের আস্তানায় পরিণত হয় বলে অভিযোগ । এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ওভারব্রিজে ওঠার সিঁড়ির পাশেই টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সিঁড়ি ভেঙে, নয়তো বা উল্টোডাঙা ব্রিজের দিকের টিকিট কাউন্টারে গিয়ে কাটতে হচ্ছে টিকিট। ঘোর সমস্যায় পড়ছেন প্রবীণ নাগরিক যাত্রীরাও। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের দুটি টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই অন্য টিকিট কাউন্টারগুলির উপর যাত্রীদের চাপ বাড়ছে।
advertisement
আরও পড়ুন– রাশিফল ১৯ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর জন্য অনেক সময়েই যাত্রীদের মিস হচ্ছে ট্রেন। আবার সিঁড়ি ভেঙে ওভারব্রিজ দিয়ে পাশের কাউন্টারে যাওয়ার সময় অনেক সময় ‘খপ্পরে’ পড়তে হচ্ছে টিকিট পরীক্ষকদের। শ্যামবাজার ও আর জি কর হাসপাতালের দিক থেকে আসা যাত্রীদের সুবিধার জন্যই এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এই জায়গাতেই দুটি টিকিট কাউন্টার গড়ে ওঠে। সেই সমস্ত যাত্রীদের আজ অন্য প্রান্তে গিয়ে নিজেদের গন্তব্যে যেতে কাটতে হচ্ছে টিকিট। কবে হবে সমস্যার সমাধান? প্রশ্ন আছে, তবে উত্তর অজানা যাত্রীদের। যদিও রেল প্রশাসনের আশ্বাস, ‘‘ শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’