TRENDING:

ভূত চতুর্দশীতে কলকাতায় ভূতের উৎপাত!

Last Updated:

ভূত চতুর্দশীতে কলকাতায় ভূতের উৎপাত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভূত চতুর্দশীতে কলকাতায় ভূতের উৎপাত। শক্তির আরাধনার রাতে গোটা শহরে ছড়িয়ে পড়বে ভূতেরা। ভয় দেখাবে। আবার সেলফিও তুলবে। মহাকাল থেকে ব্যান্ড মাস্টার, কিংবা সেলফি ভূত। যেমন চান তেমনি পাবেন, কুমোরটুলিতে।
advertisement

যেখানে চোখ যায়, সেখানে ভূতের ভয়। গা ছমছমে পরিবেশ। এই বুঝি ভূতের খপ্পরে পড়তে হল। মটকে দিল ঘাড়।

কালীর আরাধনা মানেই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়। তাই মায়ের প্রতিমার পাশে থাকে ডাকিনী যোগিনী। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পালটাচ্ছে চাহিদাও।

Picture Courtesy Youtube

advertisement

শুধু ডাকিনী যোগিনী এখন নাপসন্দ। তাই মুশকিল আসান নতুন ভূতের দল। মহাকাল ভূত, বর-বউ ভূত, ব্যান্ড মাস্টার ভূত। সবাই হাজির এখানে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কালী পুজোর আগে ভূত চতুর্দশীতে কুমোরটুলিতে প্রতিমা কিনতে এসে যেন ভূতের ভর। এমন ভয়, যে রাতের ঘুমই উড়ে যাওয়ার উপক্রম। বড়রা ভয় পেলেও খুদে দর্শকরা আবার তেমন ভূত-টূতে ভয় পান না। তাদের কম্পিউটার গেমে হামেশাই দেখা মেলে এর থেকে ভয়ঙ্কর ভিলেনের দেখা মেলে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভূত চতুর্দশীতে কলকাতায় ভূতের উৎপাত!