TRENDING:

Bharat Bandh News: কোথাও পুড়ল টায়ার, কোথাও স্বাভাবিক সব, বামেদের ডাকা বন্‌ধে বাংলাজুড়ে মিশ্র প্রভাব

Last Updated:

হুগলি স্টেশনে রেল অবরোধ। হাওড়া গামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেয় ধর্মঘট সমর্থকেরা। ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়েন রেল লাইনে। এক রেল যাত্রীর সঙ্গে বচসাও বাঁধে ধর্মঘটীদের। রেল পুলিশ এসে অবরোধ হটায়।ওই যাত্রীকেও সরিয়ে নিয়ে যায়। শ্যামনগর ও ইছাপুরের মধ্যে ২২ নম্বর রেলগেট অবরোধ করলো বন্ধ সমর্থনকারীরা। প্রায় ৩০ মিনিট অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় শ্রম আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে আজ সারা দেশজুড়ে বন্‌ধ ডেকেছে বাম শ্রমিক সংগঠন সহ একাধিক শ্রমিক সংগঠন৷ তবে সেই বন্‌ধের তেমন কোনও প্রভব পড়ল না পশ্চিমবঙ্গে৷ হাওড়া বাসস্ট্যান্ড থেকে হাওড়া ব্রিজ যান চলাচল স্বাভাবিক, রয়েছে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। স্বাভাবিক জনজীবন। বন্‌ধের জন্য যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণে জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী৷
News18
News18
advertisement

ব্যস্ততম স্টেশন শিয়ালদহ থেকে শহরের বিভিন্ন জায়গা যাওয়ার যান চলাচল স্বাভাবিক, রয়েছে। পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। পর্যাপ্ত ট্যাক্সি, ওলা-উবের পরিষেবা সচল। স্বাভাবিক জনজীবন।

তবে এরই মধ্যে হাওড়ার দাসনগর শানপুরে একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর ও ব্যাটরা থানার পুলিশ। বাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ১২ ঘন্টার ধর্মঘটের সমর্থনে বারাসতে চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম সমর্থকেরা।

advertisement

আরও পড়ুন: আর ১৫ দিন, বিজেপিতে ফের ‘বড় বদল’! দিলীপের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন শমীক?

আসানসোলেও ধর্মঘট ঘিরে ছড়ায় উত্তেজনা। সরকারি বাসকে আটকানোর চেষ্টা করেন ধর্মঘটীরা। অন্যদিকে, সরকারি বাস চলাচল স্বাভাবিক রাখতে পাল্টা প্রতিবাদ জানায় তৃণমূলের শ্রমিক সংগঠন। এই নিয়ে ধর্মঘটী ও তৃণমূলের শ্রমিক সংগঠন কর্মী ও সমর্থকদের মধ্যে তুমুল বসচা।পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ১২ ঘন্টার ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শিলিগুড়িতে। চলছে ছোটো গাড়ি। বাজার বন্ধ। বনধ বিরোধীতায় মিছিল করেছ INTTUC। বনধে গোলমাল এড়াতে পুলিশ মোতায়েন গুরুত্বপূর্ণ এলাকায়।

বনধের প্রভার মিশ্র বীরভূমের সিউড়িতে। বন্ধ বেসরকারি বাস পরিসবা। সিউড়ি সরকারি বাস ডিপো থেকে যাতায়াত করছে সরকারি বাস , সরকারি বাস পরিসেবা স্বাভাবিক। টোটো অটো সহ বিভিন্ন যানবাহন পরিসেবাও স্বাভাবিক। দোকান পাট খোলা রয়েছে। বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোয় সিউড়ী শহরে। রাস্তায় মাঝে বিক্ষপ্ত ভাবে কয়েকজন সমর্তক সরকারি বাস থামানোর চেষ্টা করলেও পুলিশ তা সরিয়ে দেয়। পুলিসি নিরাপত্তা রয়েছে শহরজুড়ে।

advertisement

আরও পড়ুন: হিমাচলে ভয়ঙ্কর বন্যা, ভেসে গেল কো-অপারেটিভ ব্যাঙ্ক! কোথায় গেল ব্যাঙ্কের ৩৯ লক্ষ টাকা?

হুগলি স্টেশনে রেল অবরোধ। হাওড়া গামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেয় ধর্মঘট সমর্থকেরা। ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়েন রেল লাইনে। এক রেল যাত্রীর সঙ্গে বচসাও বাঁধে ধর্মঘটীদের। রেল পুলিশ এসে অবরোধ হটায়।ওই যাত্রীকেও সরিয়ে নিয়ে যায়। শ্যামনগর ও ইছাপুরের মধ্যে ২২ নম্বর রেলগেট অবরোধ করলো বন্ধ সমর্থনকারীরা। প্রায় ৩০ মিনিট অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

advertisement

বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মঘটীদের৷ শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ধর্মঘটীরা। এদিন সকালে ধর্মঘট শুরু হতেই ধর্মঘটীরা রাস্তায় নামেন। বড়জোড়া বাজারে মিছিল করে তাঁরা হাজির হন বড়জোড়া চৌরাস্তা মোড়ে। সেখানে অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে প্রায় ২৫ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের হঠিয়ে দেয়।

বামেদের ডাকা বনধে প্রভাব পড়ল না মুর্শিদাবাদ। বুধবার সকাল থেকেই বেসরকারি ও সরকারি বাস স্বাভাবিক ভাবে চলাচল করতে থাকে। আজকে দিনভর বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। কিন্তু বনধ ডাকলে ও মুর্শিদাবাদ জেলার সর্বত্রই কড়া নজরদারি পুলিশের। চলছে বাস ও গাড়ি সমস্ত যানবাহন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ভারত বন্‌ধ এর আংশিক প্রভাব পুরুলিয়ায়। সকাল থেকে সরকারি বাস রাস্তায় নামলেও এদিন বেসরকারি বাস রাস্তায় নামেনি। এদিন ধর্মঘটকে ঘিরে ঝামেলা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bharat Bandh News: কোথাও পুড়ল টায়ার, কোথাও স্বাভাবিক সব, বামেদের ডাকা বন্‌ধে বাংলাজুড়ে মিশ্র প্রভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল