ভাঙড়ের অশান্তি রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার জন্য।
ভাঙড়ে অশান্তি পর এবার কলকাতা পুলিশের আরো ৯টি পুলিশ স্টেশন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দেশজুড়ে ৫০৮ স্টেশনের সংস্কারের সূচনা মোদির, ‘Amrit’ ছোঁয়ায় বাংলার এই স্টেশনগুলি!
কলকাতা পুলিশের ৯ টি থানা ওই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করা হবে। প্রস্তাবিত ৯ টি থানার নাম -কলকাতা লেদার কমপ্লেক্স থানা, হাতিশালা, পোলেহাট, উত্তর কাশিপুর, বিজয়গঞ্জ বাজার,নারায়ণপুর, ভাঙর,বদ্রা, চন্দনেশ্বর।
advertisement
ভাঙড় পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে বোমাবাজি গুলির ঘটনায় উত্তপ্ত ছিল। সংঘর্ষ, অশান্তি ঘটনায় চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভাঙড়ে এই পরিস্থিতি শান্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের আওতায় আনার জন্য নির্দেশ দেন। ভাঙরে ওই এলাকায় কলকাতা পুলিশের টিম এর পরই দ্রুততার সঙ্গে পরিদর্শন করে।
একাধিক বার ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় থানায় বৈঠক হয়। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের অধীনে নটি নতুন থানার প্রস্তাব হয়। যে নটি থানা ভাঙর-সহ আশেপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখবে।
আরও পড়ুন- হাতের চ্যানেল খোলা হল, বাইপ্যাপ চলছে! কবে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য?
এবার কি কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে অশান্ত ভাঙড়কে? যে কলকাতা পুলিশ কলকাতাকে সব থেকে নিরাপদ রেখেছে বলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোতে (NCRB) তে উল্লেখ রয়েছে, তারা এবার ভাঙরের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণয়ে রাখতে পারে, সেটাই এখন দেখার।
ARPITA HAZRA