কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট করপোরেশন ভাইফোঁটা স্পেশাল মেনু নিয়ে আসল। আগামিকাল ও শুক্রবার দু'দিন লাঞ্চ ও ডিনারে মিলবে এই স্পেশাল থালি। আজ ও কাল ভাইফোঁটা থালিতে যা পাওয়া যাচ্ছে তা হল বাসমতী চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফিস বাটার ফ্রাই (১ পিস) , বাসন্তী পোলাও, মাছের পুর দিয়ে পটল এর দোর্মা (২ পিস), চাটনি ও দু'পিস করে মিষ্টি। এই গোটা থালি মিলবে ৩২৫ টাকায়৷
advertisement
আরও পড়ুন : ৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ! 'হেভিওয়েট' অনুব্রতর জেলে ওজন কমল কত? শুনে তাজ্জব সবাই
এর পাশাপাশি বিশেষ কিছু মেনু আছে যা আপনারা নিতে পারেন। যেমন ইলিশ মাছের পাতুরি, এক পিসের দাম পড়বে ১৮০ টাকা, মাটন কষা, চার পিসের দাম পড়বে ২০০ টাকা, দেশি মুরগী কষা, চার পিসের দাম ১৫০ টাকা৷ দু'পিস গলদা চিংড়ির মালাইকারি, দাম পড়বে ১৫০ টাকা ও এক পিস ভেটকি পাতুরী যার দাম ১১০ টাকা।
শুধু তাই নয়, আজ ও আগামিকাল ডিনারের মেনুও দারুণ রয়েছে৷ যেখানে চিকেন বিরিয়ানি আছে, এক পিস ডিম, এক পিস আলু সহ। এছাড়া মিলবে এক পিস চিকেন চাপ মাত্র ২৫০ টাকায়।যে ভাবে অর্ডার দেওয়া যাবে তা হল, ৯৭৩৪৩৯৯৯১৫,৮২৪০৬২২৩৪৬ ও ৯৪৩২২০৭১৩১ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ মারফত দেওয়া যাবে। শহর কলকাতা ও কলকাতা সন্নিহিত জায়গায় এই খাবার মিলবে।
আরও পড়ুন : দীপাবলির সন্ধ্যায় হঠাৎ কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুজো দিয়ে বললেন...
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়, পঞ্চায়েত দফতরের এই সংস্থা প্রায় ১৮ লাখ টাকার খাবার বিক্রি করেছে। সংস্থা সূত্রে খবর, মানুষের কাছে ভীষণ রকম চাহিদা হয়েছে সংস্থার। আর বিশেষ করে যেহেতু এই খাবার বিক্রি হয় স্বেচ্ছাসেবী সংস্থার মারফত। এছাড়া যে সব সবজি মারফত এই রান্না করা হয়, তা স্বাস্থ্যকর, ফলে যে কোনও উৎসবে চাহিদা বাড়ছে খাবারের।