দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন দীপাবলির আনন্দে মেতে উঠেছে বাঙালি। কালীপুজো মিটতেই ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া সবজির দাম। বাজারে শাক অমিল। সেই সঙ্গেই বেগুন, ফুলকপি, লঙ্কার মতো সবজির দামও ঊর্ধ্বমুখী।
advertisement
ছ্যাঁকা দিচ্ছে সবজি। মহার্ঘ্য লাউ।বাজার করতে পকেটে টান ছট ব্রতীদের। এদিকে রাত পোহালেই ভাইফোঁটা। জলপাইগুড়ি তে সবজির বাজার ঘুরে হাত পুড়ছে সাধারন ক্রেতাদেরও।
advertisement
বিক্রেতাদের দাবি বন্যার কারনে যোগানে টান পড়েছে সবজির। সেই কারনেই বাজারদর উর্ধ্বমুখী। ছট ব্রতী দের অন্যতম সবজি লাউ।
advertisement
অন্যান্য বছর যে লাউ কুড়ি, ত্রিশ টাকায় পাওয়া যেতো তার নূন্যতম দাম এবার ৬০ টাকা। ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা। বাধাকপি ৪০ থেকে ৫০ টাকা।
advertisement
সিম ১০০, করলা ৬০, গাজর ৮০, বিনস ১০০,মুলা ৪০,শশা ৪০, পটল ৬০, ঝিঙা ৭০ টাকা প্রতি কেজি।যা অন্যান্য বছরের অনেকটাই বেশি বলে দাবি ক্রেতাদের। মানছেন বিক্রেতাও।
আর মাছের বাজার? সে তো যেন রীতিমতো স্বপ্নের মতো দামে! কাটা কাতলা বিকোচ্ছে ৪০০, বড় ইলিশের দাম উঠেছে কেজি প্রতি ১৮০০ থেকে ২৪০০ টাকায়! মুরগির দাম ২৫০, মটন ৯৮০ পর্যন্ত গিয়েছে। মিষ্টির দোকানগুলোতেও খুশির বদলে উঠছে দীর্ঘশ্বাস। রসগোল্লা, সন্দেশ, দই সবই এখন ১০–১৫ শতাংশ বেশি দামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 6:47 PM IST