আরও পড়ুন- অভিনয় থেকে দূরে থেকেও অভিষেকের তুলনায় কয়েক গুণ বেশি সম্পত্তি ঐশ্বর্যার! কী ভাবে জানেন?
ফোঁটা নিয়ে বেরোতেই সংবাদমাধ্যমের মুখোমুখি শোভন। তাঁকে প্রশ্ন করা হয়, কবে দেখা যাবে সক্রিয় রাজনীতিতে? প্রশ্নের সেভাবে সদুত্তর না দিয়ে শোভন বললেন,”যবে দেখতে পাবেন তবেই ফিরব।” তিনি আরও বলেন, “আজকের দিনে দিদির আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।”
advertisement
গাড়িতে শোভনের পাশে বসে বৈশাখী। তিনি বললেন, “আজকের দিনটা শোভনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদম ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই শোভন আসে।” আরজিকর-সহ অন্যান্য নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে, জানালেন জুটিতে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন শোভন-বৈশাখী। বিরোধীদের অপপ্রচার নিয়েও সরব হন শোভন বৈশাখী।