মোট ২১ রাউন্ডে গণনা হবে। গণনার কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার সন্ধ্যার পর থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। করোনা টেস্টের সার্টিফিকেট দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে পারবেন পোলিং এজেন্ট এবং ভোট কর্মীরা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়। একেবারেই প্রথমে থাকবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ। দ্বিতীয় বলায় থাকবে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় বলয়ে থাকবে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় বলয় থেকেই সিসিটিভি লাগানো শুরু হবে। গণনা কেন্দ্রের ভেতরের সাদা কাগজ ও পেন ছাড়া কোনও কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। একমাত্র রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকরা মোবাইল ব্যবহার করতে পারবেন।
advertisement
সব ঠিকঠাক থাকলে দুপুর দু'টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে। যদিও তারপরেই ভিভিপ্যাট-র গণনা প্রক্রিয়া শুরু হবে। ১৪টি টেবিলে গণনা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে দু'জনের বেশি ঢুকতে পারবে না। কোনও বিজয় মিছিল করা যাবে না গণনা শেষ হওয়ার পরে। কাউন্টিং ভেন্যুর বাইরে কোনও রকম জমায়েত নিষিদ্ধ। কমিশন সূত্রে খবর, মোট ২৪ জন কেন্দ্রীয় বাহিনী সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।