আজ এই সম্মেলনে যোগদানকারী একাধিক প্রতিনিধির সঙ্গে কথোপকথন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানিয়েছেন তিনি ।
বিশ্ব বাংলা সম্মেলন আমাদের সরকার এসে শুরু করে এবং তিন চার বছর ধরে করছি।এবছর আরো ভালো হবে।প্রতি বছর উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে বাংলার শ্রী বৃদ্ধি পাচ্ছে । বাংলা এগিয়ে যাচ্ছে।আজকে সবাই কে আমরা একটা পার্সেপশন বাংলা সম্মন্ধে বামফ্রন্টের সরকারের আমলে খারাপ হয়ে গেছিল।বাংলা হয়তো কিছুই করে না বাংলায় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়।বাংলায় লকাপ হয়।বাংলায় মেন্ডেস লস্ট।কিন্তু এখন পার্সেপশনটা আমরা বাইরে বছরে একবার করে গিয়ে গিয়ে চেঞ্জ করেছি।বিভিন্ন কান্ট্রিতে গিয়ে।এবার প্রায় ৩৬ টার বেশি বিদেশি টিম এসছে।তার মধ্যে আমেরিকান টিম, ব্রিটিশ টিম আছে।জাপান চায়না আর্জেন্টিনা মরক্কো ইটালি ফ্রান্স এসেছে।এবং রিপ্রেজেন্টেশন ইস ভেরি গুড ।অনেক গভর্নর এসেছে অনেক এম্বাসাডার এসেছে।প্রচুর ফরেন ডেলিগেটস এসেছে।আমি মনে করি যে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট হয় এটা অন অফ দ্য বেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
advertisement