TRENDING:

১০ টাকার জাল কয়েন নিয়ে সতর্ক থাকুন !

Last Updated:

আপনি কি জানেন, বাজারে এখন ঘুরে বেড়াচ্ছে জাল কয়েনও !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমরা সবাই জাল-নোট নিয়ে অনেক চিন্তায় থাকি ৷ অনেক সময়েই এটিএম থেকে টাকা তোলার সময় জাল নোট বেরোয় ৷ যা দেখতে হুবুহু আসল নোটের মতোই ৷ এমন নোট নিয়ে রাস্তাঘাটে হয়রানির শিকারই হতে হয় আপনাকে ৷ কারণ কিছু কেনাকাটা করতে গিয়েই প্রথম ধরা পড়ে যে নোটটি জাল ৷ এ তো গেল নোটের কথা ৷ কিন্তু আপনি কি জানেন, বাজারে এখন ঘুরে বেড়াচ্ছে জাল কয়েনও ! হ্যাঁ সত্যি, সেটাও আবার দশ টাকার কয়েন ৷ যা আমরা সচরাচর ব্যবহার করে থাকি না ৷ এবার তাই এই কয়েন ব্যবহারের সময় আরও বেশি সতর্ক থাকুন ৷
advertisement

আরও পড়ুন------> ১০ টাকার কয়েন নিয়ে কী নির্দেশিকা দিল RBI ?

নোটের পর এখন খুচরো পয়সাতেও জালিয়াতি দেখা যাচ্ছে। বিশেষ করে স্থানীয় লোকের হাতে হাতে নকল দশ টাকার কয়েন ঘুরে বেড়াচ্ছে। দেখতে অবিকল রিজার্ভ ব্যাঙ্কের তৈরি ১০ টাকা কয়েনের মতো। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ছোট ব্যবসায়ী থেকে গ্রাহকের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে নকল দশ টাকার কয়েন। বিভ্রান্তি এড়াতে নকল দশ টাকার সঙ্গে আসল দশ টাকার কয়েনের কী পার্থক্য সেটা দেখে নিন একবার---->

advertisement

১. আসল দশ টাকার কয়েনের উপর সবসময় ১০ টা দাগ থাকবে ৷ যেখানে নকল কয়েনে থাকছে ১৫টা দাগ ৷

২. আসল দশ টাকার কয়েনে ১০ অক্ষরটি লেখা থাকবে সিলভার এবং গোল্ড জায়গা মিলিয়ে ৷ সেটা না থাকলেই সতর্ক থাকুন ৷

৩. আসল দশ টাকার কয়েনে রূপি চিহ্ন রয়েছে ৷ নকলে সেটা নেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪. আসল দশ টাকার কয়েনে ভারত ও ইন্ডিয়া বাঁ-দিক ও ডান দিকে লেখা থাকে ৷ নকল কয়েনে সেটা উপরে একসঙ্গে লেখা থাকে ৷ 

বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ টাকার জাল কয়েন নিয়ে সতর্ক থাকুন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল