কলকাতা: ‘মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে’। সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলের৷ ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল।
advertisement
জানা গিয়েছে, কোচবিহার সহ সীমান্ত বর্তী একাধিক জেলাতেও রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে তারা। তৃণমূলের একাধিক নেতার মন্তব্য, ‘‘ভাবুন তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন; যাঁরা জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন, তাঁরা নাকি “অবৈধ বাংলাদেশি”!’’
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি, ‘বাঙালি’ আর ‘বাংলাদেশি’-র মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে, ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছেন। এই পুরো ঘটনাই বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ, যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশছাড়া করে দেওয়া, এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে।’’
কুণাল ঘোষ, ‘‘কিন্তু একথা জেনে রাখুন; আমরা কোনওদিন আমাদের রাজ্যের মানুষকে নিজের দেশেই ‘বিদেশি’ হয়ে যেতে দেব না। এসব কী চলছে? একটা বাঙালি বিরোধী, বাংলাবিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়? পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী নই? আর যদি ওরা বাংলাদেশের কথা বলে, তাহলে অমিত শাহর বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কী করে? কার দায়? সেসব এড়িয়ে বাংলা বললেই বিদেশি দাগিয়ে দেওয়া হবে? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’