ঐ দিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে রাজভবন এ। পয়লা বৈশাখ বিকেলেই রাজভবনেই হবে এই অনুষ্ঠান। সম্প্রতি বাংলা ভাষা শেখার জন্য হাতে খড়ি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সরস্বতী পুজোর দিন। আর এ বার রাজভবনে "বাংলার নববর্ষ" পালিত হতে চলেছে। আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: কেন জাতীয় দলের তকমা হারাল তৃণমূল? ভোটের লড়াইয়ে কী কী সমস্যায় পড়তে হবে
পয়লা বৈশাখ থেকেই জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। মূলত "হেরিটেজ ওয়াক" নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের। রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবেন সাধারণ মানুষ৷ তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর চাবি তুলে দেন৷ তারপর এদিন রাজ্যপাল জানান ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াক-এর জন্য৷
এর আগে, সোমবার সারাদিন ধরে খবরের শিরোনামে ছিলেন রাজ্যপাল৷ তিনি সোমবার সকালে তিনি হঠাৎই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো অনুসন্ধান করতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হাজির হন৷ তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রার কেউ ছিলেন না৷ পরে ফের একবার ক্যাম্পাসে আসেন তিনি৷