TRENDING:

Jadavpur University Student Death: রক্তে ভাসছিল শরীর, হস্টেলের নীচে পড়েছিলেন বিবস্ত্র স্বপ্নদীপ, কী ঘটেছিল সেদিন?

Last Updated:

Jadavpur University Student Death: কীভাবে তিনতলার বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ, কেন তাঁর পরনে পোশাক ছিল না? কেন দুপুরের পর থেকে উদ্ভ্রান্তের মতো করছিলেন পড়ুয়া? ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও তার উত্তর নেই কারও কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ শরীরে একটা সুতো ছিল না। সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় হস্টেলের নিচে পড়েছিল স্বপ্নদীপের রক্তে ভেসে যাওয়া শরীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। কীভাবে তিনতলার বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ, কেন তাঁর পরনে পোশাক ছিল না? কেন দুপুরের পর থেকে উদ্ভ্রান্তের মতো করছিলেন পড়ুয়া? ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও তার উত্তর নেই কারও কাছে। কেউ বলছেন কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পড়ুয়া, কেউ বলছেন মাত্রাতিরিক্ত র‍্যাগিংয়ের ফলেই এই কাণ্ড ঘটিয়েছেন। তবে বুধবার রাতে এমন কিছু অস্বাভাবিক যে ঘটেছিল, তা একবাক্যে মেনে নিচ্ছেন সকলে।
হস্টেল থেকে বিবস্ত্র অবস্থায় নীচে পড়েন স্বপ্নদীপ
হস্টেল থেকে বিবস্ত্র অবস্থায় নীচে পড়েন স্বপ্নদীপ
advertisement

যাদবপুরের শিক্ষক সমিতি জুটা-র তরফে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি, যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের এ২-ব্লকে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রথম বর্ষের একজন ছাত্রকে ওই ব্লকের নীচে উলঙ্গ এবং অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনায় আমরা সকলে শোকস্তব্ধ।” জুটার দাবি, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। অবিলম্বে প্রাক্তন ছাত্র যারা হোস্টেলে বেআইনি ভাবে থাকছে, তাদের হোস্টেল থেকে বের করতে হবে।

advertisement

এ দিকে, যাদবপুরের কয়েকজন পড়ুয়াকে ইতিমধ্যেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে যাদবপুর থানার পুলিশ। তাঁদের দাবি, স্বপ্নদীপকে সমকামী বলে হেনস্থা করা হচ্ছিল টানা তিনদিন ধরে। নানা সময়ে তাঁকে উলঙ্গ হয়ে হস্টেলের ব্যালকনিতে ঘুরতে বলা হয়। বিবস্ত্র অবস্থা নাচতেও বাধ্য করা হচ্ছিল। এ ছাড়াও নানা সময়ে তাঁকে নানা ভাবে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করা হচ্ছিল, তাতেই দিশাহারা হয়ে পড়ে স্বপ্নদীপ। হস্টেলের আবাসিকরা জিজ্ঞাসাবাদে আরও জানিয়েছে, ঘটনার দিন দুপুরের পর থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন স্বপ্নদীপ। বারান্দায় প্রস্রাবও করে দেন। অসংলগ্ন কথা বলছিলেন। আচরণও ছিল উদ্ভ্রান্তের মতো।

advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর | Jadavpur University News Today

আরও পড়ুনঃ মা, মা…! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু

বুধবার রাতে মাকেও ফোন করে নিজের অসহায়তার কথা বলেন স্বপ্নদীপ। মাকে বলেছিলেন, ‘খুব ভয় করছে’। মাকে খুব তাড়াতাড়ি তাঁর কাছে যেতে বলেছিলেন। পরের দিন বাবার সঙ্গে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। তারপরেও ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। তবে মায়ের দাবি, আত্মহত্যার কোনও আভাস সেদিন ছেলের কথায় পাননি। তবে ছেলের কাঁপা গলায় প্রচণ্ড ভয় আর আতঙ্কে ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন, “কেউ শখ করে ঝাঁপ দেয় না। সেদিন কী ঘটেছিল তা গুরুত্ব দিয়ে দেখা হোক। আমরা চাই, সত্যিটা সামনে আসুক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

তথ্যঃ সৌরভ তিওয়ারি  

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death: রক্তে ভাসছিল শরীর, হস্টেলের নীচে পড়েছিলেন বিবস্ত্র স্বপ্নদীপ, কী ঘটেছিল সেদিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল