এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছেলেও উপাচার্য অধ্যাপক অনুরাধা লহিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়নি! কারণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকার কারণে তিনি এদিন আসতে পারেননি। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিষ্টার দেবজ্যোতি কোনার, ডন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি সহ অন্যান্য অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আচার্য্য সি ভি আনন্দ বোস।
advertisement
আরও পড়ুন: কে কার যাত্রী তুলবে? রাস্তার মাঝে একী করলেন বাসের কর্মীরা! জানলে অবাক হবেন
সূত্রের খবর এদিন তিনি জাতীয় শিক্ষা নীতির হয়ে সাওয়াল করেন অধ্যাপকদের বৈঠকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের বিষয় কথা বলেন। এবিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দেবজ্যোতি কোনার জানান " রাজ ভবন তরফে উপাচার্যকে বৃহস্পতিবার সকালে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ে আসার কথা জানানো হয়। এদিন বৈঠক হয়েছে, উনি বিশ্ব বিদ্যালয়ের পঠন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ছেন। এটা একটা আলোচনার মত। "
অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পর থেকেই জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা সহ ২০১৯ সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, মেসের খাবার সহ একাধিক বিষয়ে চিঠি দিতে চায় এস এফ আই সমর্থিত ছাত্র ছাত্রীরা। সেই বিষয়ে রাজ্যপাল ছাত্র ছাত্রীদের সঙ্গে কথাও বলেন। তবে ছাত্র ছাত্রীদের অভিযোগ রাজ্যপাল তাঁদের কথা শুনলেও যথাযথ সমস্যার সমাধান করতে পারেননি! প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। গত বুধবার তিনি বারাসত স্টেট ইউনিভার্সিটি পরিদর্শনেও গেছিলেন।
ওঙ্কার সরকার