আরও পড়ুনঃ মুঠো মুঠো Vitamin D ট্যাবলেট-ক্যাপসুল খাচ্ছেন? তার বদলে খান এই ৩ খাবার! দূর দূর করে তাড়াবে রোগ
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা ভাগ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই সম্মেলনে ২১২ মউ স্বাক্ষর হয়েছে। বিনিয়োগ হল বিনিয়োগ। আমাদের টিমের নিরলস প্রচেষ্টা ও এনারজেটিক কাজে। গত সাত বারে ১৯ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছিল। যার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গেছে। গতকাল প্রচুর বিনিয়োগ হয়েছে। শুধু মুকেশ আম্বানিই একা অনেক বিনিয়োগ করেছেন। আবার করবেন আমাকে একান্ত বৈঠকে বলেছেন। সজ্জন জিনদালও জানিয়েছেন। আমি খুশি যে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির প্রস্তাব এল। এছাড়া আরও বিনিয়োগ আসছে।’
advertisement
বাংলায় বিনিয়োগ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ একাধিক মউ স্বাক্ষর করা হল। বিভিন্ন ক্ষেত্রের আলোচনা আজকে হয়েছে। যাঁরা বিদেশ থেকে এসে আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে ভুটান, জার্মানি, জাপান, কেরিয়া, মরক্কো, নেপাল, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, ইউকে, উজবেকিস্তানের মতো দেশ, এই সামিটকে দারুন সাফল্য এনে দিয়েছে। আজকের সামিট ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে। আমি গতকাল আলাদা করে মুকেশ আম্বানি ও সজ্জন জিনদালের সঙ্গে কথা বলেছি। তাঁরা শীঘ্রই আরও কাজ করবেন। আমি আজকেও একাধিক দেশের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।’